চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শেষ হয়ে গেছে বাংলাদেশের। আলোচনায় এবার দেশের ঘরোয়া ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াবে। এর আগে চলতি মাসের ২২ এবং ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটারদের দলবদল।

আসন্ন আসরে সবচেয়ে তারকাবহুল এবং বড় বাজেটের দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলটিতে খেলছেন একাধিক জাতীয় দলের ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা ৬ সদস্য রয়েছেন এই দলটিতে। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদরা। 

আজ (শুক্রবার) রাতে দেশে ফিরবেন ক্রিকেটাররা। তবে ডিপিএলে প্রথম ম্যাচ থেকেই মাহমুদউল্লাহ-মুশফিকরা খেলবেন কি না সেই বিষয়ে রয়েছে প্রশ্ন। মোহামেডান দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন ঢাকা পোস্টকে জানিয়েছেন ক্রিকেটাররা দেশে ফিরলেই জানা যাবে বিস্তারিত। পরে অবশ্য এও জানালেন, ফিটনেস বা শারীরিক অবস্থা ভালো থাকলে প্রথম ম্যাচ থেকেই খেলবেন ক্রিকেটাররা।

দলটিতে আরও যুক্ত রয়েছেন তামিম ইকবাল, রনি তালুকদার, মুশফিক হাসান, আরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহিদুল ইসলাম অঙ্কনরা। 

এসএইচ/এফআই