টানা ১০ ম্যাচে টস হেরে লজ্জার রেকর্ড রোহিতের
ওয়ানডে ক্রিকেটে অপ্রত্যাশিত রেকর্ড গড়ল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে রোহিত শর্মা টস হারতেই তৈরি হল নতুন ইতিহাস। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ থেকে টানা টস হারছে ভারত।
ক্রিকেটে টস গুরুত্বপূর্ণ হয় কোনো কোনো ক্ষেত্রে। পিচ এবং আবহাওয়া বুঝে আগে ব্যাটিং বা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায় টসজয়ী দল। ওয়ানডেতে লম্বা সময় ধরে সেই সুযোগ পাচ্ছে না ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজও টস হারলেন রোহিত। আজকের ম্যাচসহ টানা ১৩ ওয়ানডেতে টস জিততে পারল না ভারত। এর মধ্যে রোহিত শর্মাই ১০ বার টস হেরেছেন।
বিজ্ঞাপন
গত ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে টস হেরেছিলেন রোহিত। তার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব ম্যাচে টস হারেন লোকেশ রাহুল। শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের দুটি ওয়ানডে সিরিজের কোনো ম্যাচে টস জিততে পারেননি রোহিত। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পর পর তিনটি ম্যাচে টস হারলেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে টানা টস হারা অধিনায়কদের মধ্যে রোহিত রয়েছেন তৃতীয় স্থানে। শীর্ষে আছেন ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক টানা ১২টি ওয়ানডে ম্যাচে টস হেরেছিলেন। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালের মে মাস পর্যন্ত টানা ১২টি ম্যাচে টস ভাগ্য সঙ্গে ছিল না লারার।
বিজ্ঞাপন
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক পিটার বরেন। তিনি ২০১১ সালের মে মাস থেকে ২০১৩ সালের অগস্টের মধ্যে টানা ১২টি এক দিনের ম্যাচে টস হেরেছিলেন।
এইচজেএস