আজ থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। আর এদিনই বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবির পরিচালকরা। মিরপুর শের-ই বাংলার বিসিবি ভবনে দুপুর দেড়টাই শুরু হবে বোর্ড মিটিং। সভাপতি ফারুক আহমেদের নেতত্বে বোর্ড সভায় অংশগ্রহণ করবেন বাকি পরিচালকবৃন্দ। 

বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) বর্তমান কার্যনির্বাহী কমিটির ১৮তম বোর্ড সভা এটি। এদিন গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়েই আলোচনায় বসবেন পরিচালকরা। যেখানে রয়েছে ২০২৫ সালের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি। এছাড়া কোচিং স্টাফ সদস্যদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনার সম্ভাবনা থাকছে। 
 
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা নিয়ে আলোচনা, এইচপি ইউনিট ও এ দলের কার্যক্রমও থাকতে পারে আলোচনায়। প্রধান কোচ ফিল সিমন্সের বিষয়ে আসতে পারে সিদ্ধান্ত। এছাড়া মুশতাক আহমেদসহ মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তি বাড়ানোর আলোচনা থাকবে। 

এসএইচ/জেএ