জাতীয় দলের জার্সিতে এখনও আবেদনটা কমেনি মাহমুদউল্লাহ রিয়াদের। যদিও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন কেবল একটি ম্যাচ, সেখানে তিনি বলার মতো কিছু করতে পারেননি। প্রথম ম্যাচে চোটের কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ছিলেন না তিনি। পরে জানা যায়– দুবাইয়ে প্রথম অনুশীলনেই ডান পায়ের মাংসপেশিতে টান পড়েছিল মাহমুদউল্লাহর। সেই চোট এখনও না সারায় তিনি মাঠের বাইরে আছেন।

এর আগে চোট না সারায় খেলা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ। তবে নিউজিল্যান্ড ম্যাচের আগে ফিট হয়ে ওঠায় তাকে একাদশে রেখেই দ্বিতীয় ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। সেই ম্যাচে মাহমুদউল্লাহ ব্যাট হাতে করেন মোটে ৭ রান, এ ছাড়া একটি সহজ ক্যাচও হাতছাড়া করেছেন। এরপর পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে খেলার কথা থাকলেও সেদিন বৃষ্টিতে বল মাঠে গড়ায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে দেশে ফিরে মাহমুদউল্লাহ যোগ দেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে)। 

ডিপিএলের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে গুলশানের বিপক্ষে মাঠে নেমেছিলেন মাহমুদউল্লাহ। তবে সেই ম্যাচেও তিনি ১০ রান করে আউট হয়ে যান। এরপর আজ (বৃহস্পতিবার) মোহামেডানের দ্বিতীয় ম্যাচে দেখা যায়নি মাহমুদউল্লাহকে। খোঁজ নিয়ে জানা গেছে, পুরোনো ইনজুরিতেই ভুগছেন তিনি। সে কারণে অভিজ্ঞ এই অলরাউন্ডার আপাতত বিশ্রামে রয়েছেন।

তার চোটের বিষয়টি মোহামেডান দলের একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, মাঠে ফিরতে কিছুদিন সময় লাগবে মাহমুদউল্লাহ’র। সেই সময়টা হতে পারে ৭ থেকে ১০ দিন। এমনকি আরও বাড়তেও পারে, নির্ভর করছে মাহমুদউল্লাহর ফিটনেসের ওপর। 

এসএইচ/এএইচএস