বলিউড তারকা যখন আইপিএলের কোচ, আর ওয়ার্নার এখন অভিনেতা
সপ্তাহখানেক বাদেই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসর। আসরের দ্বিতীয় দিনই (২৩ মার্চ) হবে ক্লাসিকো লড়াই। এদিন যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে। এই মুহূর্তে সব দলই নিজেদের শেষ সময়ের প্রস্তুতি ও স্কোয়াডে শক্তি বাড়াচ্ছে। এরই মাঝে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফকে ‘স্পিরিট কোচ’ হিসেবে নিয়োগ দিয়েছে মুম্বাই। অন্যদিকে, আইপিএলে দল না পাওয়া ওয়ার্নার নাম লেখাচ্ছেন সিনেমায়!
সাধারণত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য সমুন্নত ও চাঙা রাখার লক্ষ্যে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিয়োগ করে করে থাকে। মুম্বাই অনুরূপ দায়িত্ব দিয়েছে একজন অভিনেতাকে। ক্রিকেটারদের মানসিকভাবে সাহস জোগানো ও অনুপ্রাণিত করার কাজটি করবেন শ্রফ। ৬৮ বছর বয়সী এই অভিনেতাকে নিয়োগের বিষয়টি মজার এক ভিডিওতে জানিয়েছে মুম্বাই। যেখানে রোহিত-হার্দিক-তিলকদের মতো ক্রিকেটাররা বারবার বিরক্ত হয়ে কে আসছেন, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে এসব প্রশ্ন জিজ্ঞেস করছেন।
বিজ্ঞাপন
এরপরই পর্দায় হাজির হন জ্যাকি শ্রফ। রোহিত-বুমরাহদের প্রশ্নের জবাবটা তিনিই দেন এভাবে, ‘লম্বা শ্বাস নাও, শান্ত থাকো, কারণ আমি তোমাদের স্পিরিট কোচ এসে গেছি।’ ক্রীড়াঙ্গনের সম্পূর্ণ বাইরের একজনকে নিয়োগ দিয়ে কিছুটা চমকই দিয়েছে মুম্বাই। এবার দেখার বিষয় তাদের এমন সিদ্ধান্ত ঠিক কতটা কাজে দেয়। গত দুই মৌসুমে হতাশা নিয়েই ফিরতে হয়েছিল মুম্বাইকে, রোহিতের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে হার্দিক পান্ডিয়াকে দায়িত্ব দেওয়া হলেও সেই চিত্র পাল্টায়নি।
এ ছাড়া পুরোদমে কাজ শুরু করেছেন মুম্বাইয়ের ব্যাটিং কোচ কাইরন পোলার্ডও। ওয়েস্ট ইন্ডিজ ও ফ্র্যাঞ্চাইজিটির সাবেক এই খেলোয়াড়ের ক্যাম্পে যোগ দেওয়ার বিষয়টিও তারা এক ভিডিওতে জানিয়েছে। মুম্বাইয়ে ক্রিকেটার হিসেবে ২০১০ সালে যুক্ত হওয়ার পর তিনি তাদের জার্সিতে আইপিএল খেলেছেন পরবর্তী প্রায় সব আসরে। এরপর ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে শিরোপা জয়ের পথেও দারুণ ভূমিকা ছিল অলরাউন্ডার পোলার্ডের।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অন্যদিকে, ভাগ্যের পরিহাসে এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সাবেক শিরোপাজয়ী অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে কেনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। যদিও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই ক্রিকেটার এখনও পেশাদার ক্রিকেট পুরোপুরি ছেড়ে দেননি। যখন আইপিএলের দামামা বাজছে, ঠিক সেই সময়েই ওয়ার্নার দিলেন অভিনেতা হিসেবে নাম লেখানোর খবর। তেলেগু ভাষার সিনেমা ‘রবিনহুড’ এর একটি পোস্টার এক্সে (সাবেক টুইটার) শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি! রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। এই সিনেমার শ্যুটিং অনেক উপভোগ করেছি।’
— David Warner (@davidwarner31) March 15, 2025
অবশ্য অজি এই তারকার ঘোষণা দেওয়ার আগেই তার সিনেমাজগতে পা দেওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে– ২৮ মার্চ মুক্তি পেতে যাওয়া সিনেমায় ওয়ার্নার ছোট একটি চরিত্রে অভিনয় করেছেন। যার জন্য তিনি প্রতিদিন নেবেন এক কোটি রুপি। এর আগে আরেক অজি তারকা পেসার ব্রেট লি প্রথম ২০১৬ সালে বলিউড সিনেমা ‘আনইন্ডিয়ান’–এ অভিনয় করেছিলেন।
এএইচএস