জিততেই যেন ভুলে গেছে পাকিস্তান। সম্প্রতি হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে তারা। ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ জিততে পারেনি। এবার নিউজিল্যান্ডের কাছে পর পর দুটি টি-টোয়েন্টি হেরেছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর রীতিমতো মেজাজ হারালেন হারিস রউফ।

পাকিস্তানের বাজে পরিস্থিতিতে দর্শকদের পাশে পাচ্ছেন না ক্রিকেটাররা বলে অভিযোগ রউফের। তার মতে, দেশের মানুষই তাদের বিপক্ষে চলে যাচ্ছে। ফলে মাঠে তাদের পারফর্ম করাটা আরো কঠিন হয়ে পড়ছে।

রউফ বলেন, 'ক্রিকেটারদের সমালোচনা পাকিস্তানে খুবই সাধারণ বিষয়। এই দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। ওদের সময় দিতে হবে। বাকি দলগুলোকে দেখুন। তরুণদের সময় দেওয়া হয়। স্বাধীনতা দেওয়া হয়।'

'বাকি সব দেশে তরুণ ক্রিকেটারদের ১০ থেকে ১৫টা ম্যাচ দেওয়া হয়। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে শুরুতে একটু সমস্যা হবেই। ধীরে ধীরে তারা অভ্যস্ত হবে। কিন্তু আমাদের দেশে তা হবে না। আমাদের দেশের মানুষ আমাদের হার দেখার জন্য বসে থাকে।'-যোগ করেন তিনি।

সর্বশেষ একাধিক আইসিসি টুর্নামেন্টে ভালো খেলতে পারেনি পাকিস্তান। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিলেন বাবর আজমরা। ২৯ বছর পর দেশের মাটিতে কোনো আইসিসি ট্রফি আয়োজন করেছিল পাকিস্তান। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রথম দেশ হিসেবে বিদায় নিয়েছে তারা।

এইচজেএস