কী অনন্য এক ইনিংস খেললেন প্রিয়াংশ আর্য। নামটা খুব একটা চেনা নয়। বয়স মোটে ২৪। কিন্তু প্রিয়াংশ আর্য নিজের জাত চেনাতে ভুল করলেন না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ আইপিএলে তার ৪২ বলে ১০৩ রানের ইনিংসটা রীতিমত হইচই ফেলে দিয়েছে ক্রিকেটের দুনিয়াতে। ভারত জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক সুর্যকুমার যাদব তো ম্যাচ শেষ হতেই প্রশংসায় ভাসালেন প্রিয়াংশকে। 

টপ অর্ডারে আর কেউ রান পাননি। একের পর এক উইকেট পড়ছে। ৮৩ রানে নেই দলের ৫ উইকেট। তরুণ যেকোন ব্যাটারের জন্যেই এমন পরিস্থিতি বেশ স্নায়ুচাপের সৃষ্টি করতেই পারে। তবে প্রিয়াংশ যেন আলাদা ধাঁচে গড়া। খেললেন ৭ চার আর ৯ ছক্কায় গড়া দুর্দান্ত এক ইনিংস। 

তার ওই সেঞ্চুরির সুবাদে প্রথম ৫ উইকেট হারানোর পর পাঞ্জাব স্কোরবোর্ডে তুলেছে আরও ১৩৬ রান। আইপিএলে প্রথম ইনিংসে ৫ উইকেট পতনের পর সবচেয়ে বেশি রান সংগ্রহের নতুন রেকর্ড এটি। এর আগে প্রথম ইনিংসে ৫ উইকেট হারানোর পর সর্বোচ্চ ১২৫ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। 

৩৯ বলে পেয়েছেন শতকের দেখা। আইপিএলে এটি যৌথভাবে চতুর্থ দ্রুততম। আবার ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্বিতীয় দ্রুততম। আসরের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও দ্রুততম সেঞ্চুরি এটি। প্রিয়াংশর সেঞ্চুরিটা যেন পরিসংখ্যানের পাতাকে একেবারেই উল্টেপাল্টে দিয়েছে। আর সেইসঙ্গে একেবারেই ভিন্ন তিন বিবেচনায় করেছেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। 

প্রিয়াংশ আর্যর সেঞ্চুরি আইপিএলে যেকোন অনিভিষিক্ত খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। তার আগে অনভিষিক্ত হয়ে আইপিএলে সেঞ্চুরি করেছেন ৮ জন। তবে তাদের কেউই ৫০ বলের আগে সেঞ্চুরির দেখা পাননি। বিপরীতে প্রিয়াংশ তার সেঞ্চুরি পেয়েছেন মোটে ৩৯ বলে। 

ওভার বিবেচনায় শতকেও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন প্রিয়াংশ আর্য। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম ওভারে সেঞ্চুরি তার। বিরাট কোহলি পাঞ্জাব কিংসের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ১৩.৩ ওভারের খেলা চলাকালে। আর গতকাল প্রিয়াংশ যখন সেঞ্চুরি পান তখন ম্যাচের বয়স ছিল ১২.৫ ওভার।

ইনিংস বিবেচনায় ভারতীয়দের মাঝে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরিও নিজের করে নিয়েছেন দিল্লি থেকে উঠে আসা এই ব্যাটার। পাঞ্জাবের হয়ে আইপিএলে নিজের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন প্রিয়াংশ। এর আগে মনিশ পান্ডে এবং পল ভালতাথি নিজের ৪র্থ ইনিংসে আইপিএলে সেঞ্চুরি পেয়েছিলেন।

একনজরে প্রিয়াংশ আর্যর সেঞ্চুরির 'দ্রুততম' সব রেকর্ড 

  • অনভিষিক্ত খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম বলে সেঞ্চুরি। 
  • ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম ওভারে আইপিএল সেঞ্চুরি (১২.৫ ওভার)। 
  • ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম ইনিংসে আইপিএল সেঞ্চুরি (৪ ইনিংস)। 
  • চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি।  

জেএ