এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হবে? এই প্রশ্নের সমাধান খুঁজছেন সবাই। তবে সর্বশেষ মঙ্গলবার আইসিসির সভায়ও মিলেনি এই প্রশ্নের পাকাপাকি উত্তর। বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ভারতকে আরও ২৭ দিন সময় দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার অনুষ্ঠিত আইসিসির সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভার্চুয়াল এই সভায় উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সদস্য সচিব জয় শাহ। এর আগে বিসিসআইয়ের সোমবারের সভায় সিদ্ধান্ত হয়েছিল আইসিসির কাছে তারা সময় চাইবেন।

বিসিসিআইয়ের করা ওই আবেদনে সাড়া দিয়েছে আইসিসি। বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২৮ জুন পর্যন্ত ভারতকে সময় দিয়েছে তারা। ভারতে যদি বিশ্বকাপ আয়োজন সম্ভব না হয়, তাহলে সংযুক্ত আরব আমিরাতে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

এর আগেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। ১০ সেপ্টেম্বরের মধ্যে আইপিএল শেষ করার সময়সীমা বেধে দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড। যদিও আমিরাতে বিশ্বকাপ হলেও তার স্বাগতিক হিসেবে ভারতই থাকবে, এটি আগেই জানানো হয়েছে। 

এমএইচ