ছক্কা হাঁকিয়ে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন তামিম
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ দশম রাউন্ডের প্রথম দিনে মাঠে নেমেছে ৬ দল তিন ভেন্যুতে। তার মধ্যে বিকেএসপিতে লড়ছে গুলশান ক্রিকেট ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আর এই ম্যাচেই লিস্ট এ ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন আজিজুল হাকিম তামিম।
প্রাইম ব্যাংকের দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে গুলশান দল। শুরু থেকেই দারুণ ভাবে খেলতে থাকেন ওপেনার তামিম। আরেক ওপেনার জাওয়াদ আববার ৩২ রানে ফিরলেও তামিম ছিলেন অবিচল। এক প্রান্ত আগলে রেখে তুলে নেন ক্যারিয়ারের প্রথম এই সেঞ্চুরি।
বিজ্ঞাপন
৯৯ রানে থাকা অবস্থায় শামীম পাটোয়ারীর বলকে লং অনে উড়িয়ে ছয় মারেন তামিম। ১০৩ বলে দেখা পান সেঞ্চুরির। সেঞ্চুরি করে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। ১০৭ বল খেলে ১০৫ রান করে বিদায় নেন এই অধিনায়ক।
তামিমের এমন সেঞ্চুরির দিনে অবশ্য ৫ উইকেটের জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। আর সেইসঙ্গে নিশ্চিত করেছে সুপার সিক্সে নিজেদের জায়গাটাও।
বিজ্ঞাপন
এসএইচ/জেএ