পাকিস্তানি ক্রিকেটারদের ইংরেজির প্রতি দুর্বলতা নতুন নয়। বর্তমানের বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের ইংরেজিতে কথা বলা নিয়ে অনেক সময়ই ট্রল হয়। তবে এতে মোটেও বিচলিত নন রিজওয়ান। তিনি বলেন, ইংরেজি বলতে পারেন না বলে মোটেও লজ্জিত নন তিনি।

রিজওয়ানকে নিয়ে ব্যঙ্গ করেন সাধারণত পাকিস্তানের সমর্থকরাই। মাঝেমাঝে তাতে যোগ দেন দেশটির সাবেক ক্রিকেটাররাও। এসবের বিরুদ্ধেই এবার কথা বলেছেন রিজওয়ান। তিনি বলেন, 'কে কী বলে পাত্তা দিই না। আমি যা বলি সেটা মন থেকে বলি। তার জন্য আমি গর্বিত।'

'আমি ইংরেজি জানি না। তবে আমার একমাত্র আক্ষেপ হল, পড়াশোনা করার যথেষ্ট সুযোগ পাইনি। কিন্তু পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হয়েও ইংরেজি বলতে পারি না বলে একটুও লজ্জিত নই।'

রিজওয়ান মনে করেন, মানুষ তার থেকে ভালো ক্রিকেট খেলা দেখতে চায়। তিনি কত ভালো ইংরেজি বলতে পারেন তা নয়। তিনি বলেছেন, 'আমি ভালো করে পড়াশোনা শেষ করতে পারিনি বলে ইংরেজি বলতে সমস্যা হয়। তাই জুনিয়র ক্রিকেটারদের পরামর্শ দেই যেন ভালো করে পড়াশোনা করে, যাতে তারা ভালো ইংরেজি বলতে পারে।'

'এই মুহূর্তে দর্শকরা আমার খেলা দেখতে চায়। বোর্ড কখনও বলেনি ভালো করে ইংরেজি বলতে। যেদিন সেটা বলবে, সে দিন ক্রিকেট ছেড়ে অধ্যাপক হয়ে যাব।'-যোগ করেন তিনি।

এইচজেএস