পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে দুজন, এগিয়ে কোহলিদের সাবেক গুরু
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিভিন্ন পদে হর-হামেশাই রদবদল দেখা যায়। তার চেয়েও বেশি অনিশ্চিত দেশটির জাতীয় দলের কোচ ও নির্বাচক পদে চাকরি। পাকিস্তানের সেই প্রধান কোচের পদ খালি ফেব্রুয়ারির পর থেকে। সেই জায়গা পূরণে তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। এখন শোনা যাচ্ছে, বাবর-রিজওয়ানদের কোচ হওয়ার দৌড়ে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একজন স্বদেশি কিংবদন্তি সাকলাইন মুশতাক ও আরেকজন মাইক হেসন।
এই দুজনের মধ্যে অবশ্য পিসিবির পছন্দের শীর্ষে নাকি নিউজিল্যান্ডের সাবেক কোচ হেসন। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনকে চলমান পিএসএল শেষেই পাকিস্তানের কোচ পদে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বর্তমানে পিএসএল ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন হেসন। এর আগে পিসিবি তাদের প্রধান কোচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল– কোচ পদের জন্য প্রার্থিতা করা ব্যক্তির লেভেল-থ্রি পর্যায়ের সনদ লাগবে এবং তাকে ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সে দৃষ্টিকোণ থেকে অনেকেই হেসনকে এগিয়ে রাখছেন পাকিস্তানের সম্ভাব্য কোচের দৌড়ে।
এর আগে সাবেক এই কিউই কোচ কেইন উইলিয়ামসনদের দায়িত্ব পালনের পর বেশ কয়েক বছর ছিলেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডাগআউটে। বিরাট কোহলিদের দলে তিনি অবশ্য কোচিং করাননি, ছিলেন টিম ডিরেক্টর হিসেবে। এরপর পিএসএলের গত আসর থেকে তিনি যুক্ত হন ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে হেসনের অভিষেক আসরেই শিরোপা জেতে শাদাব খানের নেতৃত্বাধীন ইসলামাবাদ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
পাকিস্তানের সর্বশেষ স্থায়ী প্রধান কোচ ছিলেন ভারতের বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেন। তিনি স্বল্প সময়ের পাকিস্তান অধ্যায় চুকিয়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন সাবেক পাক পেসার আকিব জাভেদ। তার অধীনে কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে বাবর-শাহিনরা। কিন্তু জাভেদের সঙ্গেও পিসিবির চুক্তি মেয়াদ ফুরোয় গত ফেব্রুয়ারিতে। এরপরই তিনি আর চুক্তি নবায়ন করবেন না বলে জানিয়ে দেন।
এদিকে, পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক কোচ হওয়ার আলোচনায় থাকলেও, তুলনামূলক পিছিয়েই আছেন তিনি। পিসিবির প্রধান মনোযোগ হেসনের দিকে। এর আগেও সাবেক এই কিউই কোচের জন্য আগ্রহ দেখিয়েছিল বাবরদের বোর্ড। কিন্তু অন্যত্র প্রতিশ্রুতি থাকায় তিনি সেবার সাড়া দেননি।
এএইচএস