শান্তর প্রশ্ন– ‘বেতন বাড়ায় মনে হয় আপনারা খুশি না?’
চলতি বছরে কেন্দ্রীয় চুক্তিতে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়িয়েছে বিসিবি। এমনকি বেতনের গ্রেডেও এসেছে পরিবর্তন। কারণ একটাই– বিসিবি ক্রিকেটারদের সুযোগ সুবিধার কমতি রাখতে চায় না। বিনিময়ে তারা ক্রিকেটারদের কাছ থেকে মাঠে ভালো পারফরম্যান্স চায়। তবে সেই কাজেই নিয়মিত হতাশ করে যাচ্ছেন শান্ত-মুশফিকরা।
সিলেট টেস্টের একদিন বাকি থাকতেই আজ (বুধবার) জিম্বাবুয়ের বিপক্ষে তারা ৩ উইকেটে হেরেছে। অথচ দেশি-বিদেশি কোচিং স্টাফসহ বৈতনিক বিষয়াদির সঙ্গে আরও অনেক সুযোগ-সুবিধা পাচ্ছেন ক্রিকেটাররা। জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গটিই তুলেছিলেন সাংবাদিকরা। পাল্টা প্রশ্ন ছুড়ে শান্ত বলেন, ‘বেতন বাড়ানোয় মনে হয় আপনারা খুশি না?’
বিজ্ঞাপন
এরপর বেতন বৃদ্ধি প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় অনেকদিন পর ম্যাচ ফি বেড়েছে। বোর্ড সাহায্য করেছে, এটা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার মতো বিষয়। আর কী হলে আসলে আমরা ভালো করব, জিনিসটা এরকম না। আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলাটা খুবই গুরুত্বপূর্ণ, নিজেদের চেষ্টা থাকতে হবে এবং যে যার দায়িত্বটা নিতে হবে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
সতীর্থদের সবাই অনুশীলনে পরিশ্রম করলেও মাঠে দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারছে না বলে দাবি শান্ত’র, ‘কীভাবে ভালো করতে হবে, এটা সবাই মিলে আলাপ করে, ওই ধরনের প্রস্তুতি নিয়ে করতে হবে। আমি যেটা বললাম, সারাদিন কিন্তু মাঠে সবাই কষ্ট করছে, মেহনত করছে। আপনি যদি মাঠে এক্সিকিউশনের দিক দিয়ে বলেন, এই জায়গাটাতে ঘাটতি আছে। যার যার যে ভূমিকা আছে, ওভাবে তাকে ওই দায়িত্বটা নিয়ে খেলতে হবে।’
এসএইচ/এএইচএস