আগ্রাসী ক্রিকেট খেলে গত আসরে সবার মন জয় করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। একইভাবে এবারের মৌসুমও শুরু করেছিল তারা। প্রথম ম্যাচেই আড়াইশ ছাড়ানো সংগ্রহ গড়েছিল। তবে এরপর আর সুবিধা করতে পারছে না তারা। উল্টো দ্রুত অলআউট হয়ে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে।

গত বারের ফাইনালিস্টরা আট ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরেছে। প্লে অফের স্বপ্নও এখন তাদের অনেক দূরে। তাই আগ্রাসী ক্রিকেট থেকে সরে আসার কথা জানিয়েছে তারা। মুম্বাইয়ের কাছে হেরে অধিনায়ক প্যাট কামিন্সের বার্তা, দায়িত্বশীল ব্যাটিং করতে হবে।

গতকাল মুম্বাইয়ের বিপক্ষে শুরু থেকেই চালিয়ে খেলতে গিয়ে এক সময় ৩৫ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল হায়দরাবাদের। সেখান থেকে হেনরিখ ক্লাসেন এবং অভিনব মনোহর দলকে টেনে তোলেন। তবে জিততে পারেনি হায়দরাবাদ।

ম্যাচের পর কামিন্স বলেন, 'অভিনব এবং ক্লাসেনের জন্য আমাদের রানটা ভালো হয়েছে। সার্বিকভাবে আমরা ভালো খেলতে পারছি না। দলের পতন আটকানোর জন্য অন্তত এক জনকে দরকার ছিল। আমরা একটানা উইকেট হারিয়েছি।'

'আমরা ম্যাচের আগেই আলোচনা করেছিলাম এটা নিয়ে। ইনিংস ধীরে ধীরে তৈরি করতে হবে। শুরুতে বেশি বল খেললেও যদি উইকেটে থিতু হয়ে যাওয়া যায়, তাহলে পরের দিকে সেটা পুষিয়ে দেওয়া সম্ভব। আর আমরা শুরুই করলাম দুই উইকেট হারিয়ে।'

এইচজেএস