গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে আরো ভাটা পড়েছে। এবার রাজনৈতিক এই টানা-পোড়েনের প্রভাব পড়তে যাচ্ছে ক্রিকেট মাঠেও।

গত ১৫ বছরেও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারেনি ভারত-পাকিস্তান। দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সম্ভাবনাও নিকট ভবিষ্যতে নেই! সম্প্রতি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা জানিয়েছেন, সামনের দিনেও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না তারা।

তিনি বলেন, 'আমরা হামলার ক্ষতিগ্রস্থদের সঙ্গে আছি এবং এই ঘটনার নিন্দা জানাই। আমাদের সরকার যা বলবে, আমরা তাই করবো। দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলি না কারণ এটা সরকারের অবস্থান।'

'ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলব না। তবে আইসিসি ইভেন্টে আমরা খেলি কারণ এটা আইসিসির সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী হয়। আইসিসিও জানে কী ঘটছে, তারাও বিষয়টি দেখছে।'-যোগ করেন তিনি।

২০১২-১৩ সালে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতে আসে পাকিস্তান ক্রিকেট দল। সেটাই ছিল শেষবারের মত দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ। সম্প্রতি পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করলেও ভারতের কারণে সেটা হাইব্রিড মডেলে করতে হয়েছে।

এইচজেএস