প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। এমনিতেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে গিয়ে তিনি লিগপর্বের অর্ধেক ম্যাচই (৫) মিস করেছেন। তার ওপর যে সময়ে পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির টিম হোটেলে উঠেছেন, এর ২৪ ঘণ্টারও কম সময় পর শুরু রয়েছে আরেকটি ম্যাচ। সবমিলিয়ে পিএসএলে যোগ দিলেও পেশোয়ারের একাদশে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

গতকাল (শনিবার) সন্ধ্যায় পিএসএল খেলতে ঢাকা থেকে রওনা করেন নাহিদ রানা। মধ্যরাতেই তার টিম হোটেলে পৌঁছানোর খবর জানা গেছে। রানাকে স্বাগত জানিয়ে নিজেদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করেছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। টাইগার পেসার হোটেলে পৌঁছানোর একটি ভিডিও দিয়ে তারা ক্যাপশনে লিখেছে, ‘নিজস্ব মহিমা নিয়েই পৌঁছালেন, স্কোয়াডে যোগ দিলেন নাহিদ রানা।’

নাহিদ রানা পেশোয়ারের স্কোয়াডে ‍যুক্ত হওয়ার পরদিনই (আজ) ম্যাচ রয়েছে দলটির। তবে অনুশীলন ছাড়াই দলটি তাকে খেলাবে কি না সেটাই এখন বড় প্রশ্ন। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিটির একাদশে সুযোগ পেতে রানাকে লড়তে হতে পারে দুই বিদেশি পেসার আলজারি জোসেফ ও লুক উডের সঙ্গে। চলতি আসরে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচই খেলেছেন ক্যারিবীয় পেসার জোসেফ। ৫ ম্যাচে ৭ উইকেট নিলেও অবশ্য তার ইকোনমি (৯.১০) খুব একটা ভালো নয়।

আলজারি জোসেফ ও লুক উড

অন্যদিকে, ইংল্যান্ডের গতিতারকা লুক উডকে নেওয়া হয়েছিল মূলত নাহিদ রানার বিকল্প হিসেবে। কিন্তু রানা দলে যুক্ত হওয়ার পরও তাকে রেখে দিয়েছে পেশোয়ার। আসরে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলে বাঁ-হাতি এই পেসার ৬.৮১ ইকোনমিতে ৫ উইকেট শিকার করেছেন। এখন পর্যন্ত পেশোয়ারের ৫টি ম্যাচে পালাবদল করে খেলানো হয়েছে ৬ বিদেশিকে। এর মধ্যে মিচেল ওয়েন ও জোসেফ প্রায় নিয়মিত। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ওয়েন অলরাউন্ডার হওয়ায় তার বাড়তি চাহিদা থাকবেই। ফলে রানাকে লড়তে হচ্ছে বাকিদের সঙ্গে, যদিও পেসার হিসেবে তার মূল প্রতিদ্বন্দ্বী জোসেফ-উড। 

এর বাইরে ব্যাটার টম কোহলার-ক্যাডমোর, স্পিন অলরাউন্ডার জর্জ লিন্ডে ও ব্যাটার ম্যাক্স ব্রায়ান্টকে খেলালেও সুবিধা করতে পারেননি তারা। এদিকে, ঢাকা ছাড়ার সময় পিএসএলে ভালো করার লক্ষ্য জানিয়ে নাহিদ রানা ঢাকা পোস্টকে বলেছেন, ভালো করতে বেশ আত্মবিশ্বাসী তিনি। তরুণ এই গতিতারকার ভাষ্য, ‘নিজের ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে। দলের হয়ে সেরাটা দিতে চাই। আর তা করতে পারলে ভালো কিছুই হবে।’

গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের দশম আসরের ড্রাফটে এই পেসারকে ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে দলে ভেড়ায় পেশোয়ার। তিন বাংলাদেশি ক্রিকেটার পিএসএলে দল পাওয়ার পর আসরের শুরু থেকেই খেলার জন্য এনওসি দিয়েছিল বিসিবি। যদিও নাহিদ রানাকে অনাপত্তিপত্র দেওয়া হয় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলার শর্তে। ফলে তিনি যাওয়ার আগেই ৫ ম্যাচ খেলে ফেলেছে পেশোয়ার। আসরে খুব একটা ভালো অবস্থানে নেই তারা। ৩ হারের বিপরীতে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পেশোয়ার টেবিলের চারে অবস্থান করছে।

এএইচএস