লিটনের পর ছিটকে গেল আরো এক ক্রিকেটার
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পয়েন্ট টেবিলের তিনে আছে করাচি কিংস। শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের। তবে মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের কাণ্ডে বেশি চিন্তিত তারা। দলটির একাধিক বিদেশি ক্রিকেটার চোটে পড়েছেন। সর্বশেষ এই তালিকায় যুক্ত হলেন অ্যাডয়াম মিলনে।
কিউই এই পেসারের ছিটকে যাওয়া কিংসদের জন্য বড় ধাক্কা। মূলত হাঁটুর চোটে ভুগছেন তিনি। এই চোট সেরে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে তার। যে কারণে টুর্নামেন্টের বাকি অংশে আর খেলা হচ্ছে না তার।
বিজ্ঞাপন
লাহোর কালান্দার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন মিলনে। যার ফলে আর ফেরা হচ্ছে না তার। শুরুতে তার চোট খুব বেশি গুরুতর মনে করেনি ফ্র্যাঞ্চাইজিটি। তাকে দলের সঙ্গে রেখেই পুনর্বাসন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে আশানুরূপ উন্নতি হয়নি।
এবার জানা গেছে তিনি নিউজিল্যান্ডে ফিরে যাবেন। করাচি কিংসের ম্যানেজমেন্ট মিলনের অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছে।
বিজ্ঞাপন
এর আগে করাচিরে বাংলাদেশি ব্যাটার লিটন দাসও চোটে পড়ে দেশে ফিরে এসেছেন। এই উইকেটকিপার ব্যাটার আসর শুরুর আগেই অনুশীলনের সময় চোট পান।
এইচজেএস