ঢাকায় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন সেন্ট্রাল গভঃ বয়েজ
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের এবারের আসরে (২০২৪-২৫ মৌসুমে) ঢাকা মেট্রো জোনে চ্যাম্পিয়ন হয়েছে রাজধানীর মতিঝিল বালক সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বর্তমান নাম মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় হলেও শিক্ষাঙ্গনে এই প্রতিষ্ঠান সেন্ট্রাল গভঃ নামেই পরিচিত। পাকিস্তান আমলে ঢাকায় এটিই ছিল কেন্দ্রীয় সরকারের পরিচালিত স্কুল।
আজ সোমবার পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট মাঠে ফাইনালে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছে মতিঝিলের স্কুলটি।
বিজ্ঞাপন
আবহাওয়ার কারণে ৫০ ওভারের ম্যাচটি এদিন ৩৩ ওভারে নেমে আসে। শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। দলটির উদ্বোধনী জুটিতে আসে ৩০ রান। এরপর অল্প সময়ের মাঝেই দুই উইকেট হারিয়ে ফেলে তারা। পরে চতুর্থ উইকেটে ৬৬ রানের জুটি গড়েন ফাহিম ও ননী গোপাল।
ইনিংসের সর্বোচ্চ ৪৩ রান করেন ফাহিম, এছাড়া গোপাল করেন ৩২ রান। নির্ধারিত ৩৩ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।
বিজ্ঞাপন
মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৮৭ রান তুলে ফেলে মতিঝিল বালক সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ৪৫ বলে ৫৩ রান করেন দলটির ওপেনার আমিন।
এরপর আরিফুল ইসলামকে সাথে নিয়ে বাকি পথটা সহজেই পাড়ি দেন শাকিল মোল্লা। নিশ্চিত করেন দলের বড় জয়৷ তিনি অপরাজিত ছিলেন ৫০ বলে ৫৩ রান করে। আরিফুল ইসলাম অপরাজিত ছিলেন ২৪ বলে ১৭ রান করে।ম্যাচসেরা হয়েছেন শাকিল মোল্লা।
এসএইচ/এইচজেএস