আগামী মে মাসের শেষ সপ্তাহে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় ‘এ’ এবং ভারতের টেস্ট দল ঘোষণা করবেন নির্বাচকরা। দু’টি দলের জন্য প্রাথমিক ভাবে ৩৫ জন ক্রিকেটারকে বেছে নিয়েছেন ভারতের নির্বাচক প্যানেল। যেখানে একাধিক চমক থাকতে পারে।

ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এবং বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যর্থতার পর ইংল্যান্ড সফরের দলে রোহিতের থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে তার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর সেই রোহিতকে বাদ দেওয়ার কথা ভাবছেন না নির্বাচকরা।

এ ছাড়া আইপিএলেও ফর্মে ফিরেছেন ভারত দলের অধিনায়ক। স্থানীয় এক গণমাধ্যমকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা বলেছেন, বোর্ড মনে করছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এক জন অভিজ্ঞ অধিনায়ক প্রয়োজন। তাই রোহিতকে টেস্ট দল থেকে বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে না। অস্ট্রেলিয়ার মতো এটাও একটা কঠিন সফর।'

বিসিসিআই সূত্রে খবর টেস্ট দলের ব্যাটিং অর্ডারের পাঁচ এবং ছয় নম্বর জায়গা নিয়ে উদ্বিগ্ন আছেন নির্বাচকরা। ইংল্যান্ডের মাটিতে সরফরাজ খানের উপর খুব একটা ভরসা রাখতে পারছেন না আগরকররা। তাদের পছন্দ করুণ নায়ার এবং রজত পাতিদার। ধরে খেলতে পারেন এমন ব্যাটারদের টেস্ট দলে চাইছেন তারা।

বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেছেন, 'মিডল অর্ডার নিয়ে খানিকটা উদ্বেগ রয়েছে। সরফরাজের ব্যাটিং দক্ষতা ইংল্যান্ডে কতটা কার্যকর হবে সেটা নিয়ে সংশয় রয়েছে। করুণ এবং পাতিদার লাল বলের ক্রিকেটে দক্ষ। দু’জনেই ভালো ফর্মে রয়েছে। দু’জনের মধ্যে অন্তত এক জনের ‘এ’ দলে থাকা নিশ্চিত।'

এইচজেএস