২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বিশেষ সংস্করণে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করেছিল সিসিডিএম। এবার পঞ্চাশ ওভারের নিয়মিত আসর বসার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে ফরম্যাট বদলে গেছে। কুড়ি ওভারে মাঠে গড়িয়েছে ২০১৯-২০ মৌসুমের খেলা। ২০১৯ ডিপিএল টি-টোয়েন্টিতে আসরে চ্যাম্পিয়ন হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবার তারা খেই হারিয়ে বসলো তুলনামূলক দুর্বল দল শাইনপুকুরের বিপক্ষে।

তৃতীয় রাউন্ডের ম্যাচে মিরপুরে আজ (শুক্রবার) আগে ব্যাট করে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ১৩৬ রানের লক্ষ্য টপকাতে নেমে সুবিধা করতে পারেনি শেখ জামাল। এদিন মোহাম্মদ আশরাফুল ফেরেন ৪ রান করে। অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১ রান। জিয়াউর রহমান, সোহরাওয়ার্দি শুভরাও সুবিধা করতে পারেননি। দুই ম্যাচ পর রানের দেখা পেয়েছেন নাসির হোসেন। তবে ম্যাচ জেতাতে পারেননি তিনি।

লক্ষ্য টপকাতে নেমে শুরুটা ভালো হয়নি জামালের। আগের দুই ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলা আশরাফুল এই ম্যাচেও তেমনই ইঙ্গিত দেন। ৪ মেরে শুরু করেন নিজের ইনিংস। তবে নিজের খেলা দ্বিতীয় বলেই ভুল করে বসেন আশরাফুল। হাসান মুরাদের বলে ক্যাচ দেন তানভীর ইসলামের হাতে, ফেরেন ৪ রান করে। খানিক পর একই পথে হাঁটেন আরেক ওপেনার সৈকত আলীও। এবার বোলারের ভূমিকায় তানভীর।

তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন নাসির হোসেন ও ইলিয়াস সানি। যোগ করেন ৫৮ রান। দলীয় নমব ওভারে ২৮ রান করে আউট হন নাসির। ২১ বলের ইংসটি সাজান ৪টি চারের মারে। শাইনপুকুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং তোপে পরবর্তী ১২ রান তুলতেই আরও ৩ উইকেট হারিয়ে বসে শেখ জামাল, একে একে ফিরে যান সোহান (১), তানবীর হায়দার (০) ও ইলিয়াস সানি (৩০)। 

এরপর সোহরাওয়ার্দি শুভ ১৫ ও মোহাম্মদ এনামুল ১৯ রান করলেও হার এড়াতে পারেনি শেখ জামাল। ৯ উইকেট হারিয়ে শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান প্রয়োজন পড়লে ৫ রান তুলতেই অল-আউট হয়ে যায় শেখ জামাল। এতে ১০ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

এর আগে শেখ জামালের বিপক্ষে ব্যাট করতে নেমে নিজের ইনিংস বড় করতে পারেননি বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার তানজিদ হাসান তামিম। ফিরেছেন ৩১ বলে ৩৪ রান করে। তৌহিদ হৃদয় মোহামেডানের বিপক্ষে ১ রানে শুরু করার পর গত ম্যাচে প্রাইম ব্যাংকের সঙ্গে করেন ২৯ রান। আজ তার ব্যাট থেকে এসেছে ২৮ রান।

সঙ্গে সাব্বির হোসেনের ২০ রানের সঙ্গে রবিউল ইসলাম রবির অপরাজিত ৩৪ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৭ রানে থামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ইনিংস। শেখ জামালের হয়ে বল হাতে ২ উইকেট নিয়েছেন জিয়াউর রহমান ও এবাদত হোসেন।

টিআইএস/এমএইচ