কোহলিকে মিস করবেন লিটন
গেল কয়েক দিন ধরেই গুঞ্জন ছিল লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ড ও সাবেক ক্রিকেটারদের পরামর্শ ও অনুরোধ প্রত্যাখ্যান করে আজ অবসরের ঘোষণা দিয়ে দিলেন। ইতি টানলেন বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারে। ভারতের অন্যতম সেরা এই ব্যাটারকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও।
অধিনায়কত্ব পাওয়ার পর আজ সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন লিটন। সেখানে কোহলির অবসর প্রসঙ্গে লিটন বলেন, 'মর্মাহত হওয়ার মতো কিছু নয় (কোহলির অবসর)। সে যথেষ্ট পরিণত একজন মানুষ। তার সিদ্ধান্তকে সম্মান করি। তিনি যা করেছেন ক্রিকেটে.... শুধু ভারতের হিসেবেই নয়, ওভারঅল সাদা বলের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের আক্রমণের ধরনই পরিবর্তন করে দিয়েছেন।'
বিজ্ঞাপন
এরপর লিটন আরও বললেন, 'তার দৃষ্টিভঙ্গি বলেন, তার ক্রিকেটের জ্ঞান বলেন...এরকম একটা খেলোয়াড় টেস্ট খেলবে না.....একটা সময় তো সবাইকেই অবসর নিতে হবে। যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি অবশ্যই মিস করব, যেহেতু অনেকদিন খেলেছি।'
মাঠের আগ্রাসনের জন্য কোহলির সমালোচনা হয় সেটা বেশ পুরোনো। তবে তার অসাধারণ ব্যক্তিত্বের কথা উল্লেখ করে লিটন বলেন, 'স্মৃতি বলতে... সব খেলোয়াড়দের সঙ্গেই কথোপকথন হয়। সে অনেক ভদ্র। মাঠের মধ্যে হয়তো অনেক আগ্রাসন দেখায় ক্রিকেটের জন্য। মাঠের বাইরে তিনি দারুণ একজন মানুষ। অনেক কথোপকথন হয়।'
বিজ্ঞাপন
এসএইচ/এফআই