টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে না ভারতে, দাবি পিসিবি চেয়ারম্যানের
টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হবে কোথায়? এ নিয়ে নাটকীয়তা যেন কমছেই না। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে ভারতের। কিন্তু দেশটির করোনা পরিস্থিতি ভালো না হওয়ায় শুরু হয় অনিশ্চয়তা। বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত জানাতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।
এর মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি দাবি করেছেন, এবছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের বদলে আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ডট কমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
পিসিবি চেয়ারম্যান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটা এখন আয়োজিত হবে আমিরাতে। ভারত বাধ্য হয়েই আইপিএলের বাকি ম্যাচগুলি আমিরশাহিতে আয়োজন করছে।’
এহসান মানি আরও বলেন, ‘পাকিস্তানের কাছেও পিএসএলের বাকি ম্যাচগুলো আবুধাবিতে আয়োজন করা ছাড়া উপায় ছিল না। আমাদের হাতে দুটি বিকল্প ছিল। হয় পিএলের বাকি ম্যাচগুলো বাতিল করতে হতো। নয়তো আন্তর্জাতিক সূচির ফাঁকে উপযুক্ত সূচি দেখে অন্য কোথাও সেগুলো আয়োজন করতে হতো। আবুধাবিতে পিএসএল আয়োজনের এটাই আমাদের পক্ষে সঠিক সময় বলে বিবেচিত হয়েছে।’
বিজ্ঞাপন
এমএইচ/এটি