সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন আলিস আল ইসলাম। পরে জানা গিয়েছিল, হাঁটুর সেই চোটের জন্য অস্ত্রোপচার করাতে হবে এই স্পিনারকে। এরপর প্রায় মাস দুয়েক পেরিয়ে গেলেও অস্ত্রোপচার হয়নি আলিসের। 

প্রথমে জানা যায় আলিসের অস্ত্রোপচার হবে ব্যাংককের ফিফা স্পোর্টস মেডিসিন সেন্টারে। অস্ত্রোপচারের পর কমপক্ষে ৮ থেকে ১০ মাস মাঠের বাইরে থাকতে হবে আলিসকে! এমনকি সেটা বছর খানেকও লেগে যেতে পারে। পরে জানা যায় ব্যাংকক ছাড়াও ভারতে অপারেশনের জন্য যোগাযোগ করছে বিসিবি।

সেটিও শেষ পর্যন্ত হচ্ছে না, নতুন খবর আলিসের অস্ত্রোপচার হবে মালেয়েশিয়ার কুয়ালালামপুরে। আগামী সোমবার ঢাকা ত্যাগ করবেন আলিস।

সেখানে পৌঁছে একও দিন পর আগামী মঙ্গলবার চিকিৎসকের সরাণাপন্ন হবেন তিনি। এরপর জানা যাবে অপেরেশনের তারিখ। পুরো প্রক্রিয়ায় আলিসের সফরসঙ্গী হিসেবে থাকবেন বিসিবির চিকিৎসক মঞ্জুর চৌধুরি।

এসএইচ/এইচজেএস