ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। শিরোপা ধরে রাখতে বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার নিয়ে এবারও শক্ত দল গড়েছে তারা। এবারের টুর্নামেন্টের আগের দুই ম্যাচ জিতে আজ (শনিবার) নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে আবাহনী। আকাশী-নীলদের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচে আগে ব্যাট করে আবাহনীকে ১০৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ব্রাদার্স।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসের পর দীর্ঘক্ষণ বন্ধ থাকে খেলা। এর প্রভাবে ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে আসে ১১ ওভারে। স্বল্পদৈর্ঘ্যের ম্যাচে আগে ব্যাট করে ১০২ রানের সংগ্রহ দাঁড় করে ব্রাদার্স। আবাহনীর হয়ে তানজিম হাসান সাকিব ৩ উইকেট নেন। আরাফাত সানি নেন ২ উইকেট।

বিশ্বকাপজয়ী পেসার সাকিব দীর্ঘদিন পর রঙ্গিন পশাকে ফিরেই বাজিমাত করেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেন। এরপর চোটের কারণে স্বীকৃত ক্রিকেট খেলা হয়নি। মাঝে এক ম্যাচ খেলেন গত মার্চে, তবে সেটি ছিল লঙ্গার ভার্সন ফরম্যাট। আবাহনীর হয়ে আগের দুই ম্যাচেও খেলা হয়নি সাকিবের।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্সের হয়ে ইনিংস শুরু করতে নামেন দুই ব্যাটসম্যান মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দীকী। উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করেন দুজন। ইনিংসের পঞ্চম ওভারে বিশ্বকাপজয়ী সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে আফিফের হাতে ক্যাচ দিয়ে আউট হন মিজানুর, ফেরেন ২০ রান করে।

পরের ওভারেই সানির জোড়া আঘাত। পরপর দুই বলে খালি হাতে ফেরান মাইশুকুর রহমান ও রাহাতুল ফেরদোসকে। এরপর একই পথে হাঁটেন জুনায়েদও, ২০ রানে থাকা জুনায়েদকে তুলে নেন সাকিব। পরেই বলেই সাকিবের শিকার হয়ে ফেরেন হাবিবুর রহমান। 

এরপর ব্যাট হাতে ঝড় তোলেন আগের ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় আসা আলাউদ্দিন আবু। মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান রানাদের বাউন্ডারিতে আছড়ে ফেলেন তিনি। ৩টি ছয় ও একটি চারের মারে মাত্র ১১ বলে ২৫ রানের ইনিংস খেলেন আলাউদ্দিন বাবু। তার সঙ্গে জাহিদুরজ্জামানের ৯ বলে ২৪ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিতে ১১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১০২ রানের সংগ্রহ পায় ব্রাদার্স। টানা তৃতীয় জয় তুলতে আবাহনীর প্রয়োজন ১০৩ রান।

টিআইএস