মুস্তাফিজের ফাইফার, ইমনের ফিফটি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের হাইভোল্টেজ ম্যাচে আজ (শনিবার) মিরপুরে মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের মোহামেডান স্পোর্টিং ক্লাব ও তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই ম্যাচেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সাকিব। তবে ফিফটি তুলে নিয়েছেন পারভেজ হোসেন ইমন। প্রাইম ব্যাংকের হয়ে বল হাতে একাই ৫ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
এদিন বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ইমনের ফিফটি ও শামসুর রহমান শুভর ৩৩ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোর বোর্ডে ১৫০ রানের সংগ্রহ পায় মোহামেডান। জয়ের জন্য অধিনায়ক এনামুল হক বিজয়ের দলের প্রয়োজন ১৫১ রান। এদিন ২২ রান খরচ করে ৫ উইকেট নেন মুস্তাফিজ। স্বীকৃত টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয়বার পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি।
বিজ্ঞাপন
এবারের আসরে আগের দুই রাউন্ডে জয় তুলে নিয়েছে মোহামেডান ও প্রাইম ব্যাংক। টানা তৃতীয় জয়ের লক্ষ্যে আগে ব্যাট করতে নামে সাদাকালো শিবির। উদ্বোধনি জুটিতেই ৪০ রান এনে দেন দুই ওপেনার মাহমুদুল হাসান ও ইমন। ইনিংসের পঞ্চম ওভারে ২৩ রানে ব্যাট করা মাহমুদুলকে ফেরান নাহিদুল। এরপর উইকেটে আসেন শুভ। ইমন-শুভর জুটি থেকে আসে ৫৮ রান।
এরই মধ্যেই ব্যক্তিগত ফিফটি তুলে নেন ইমন। পরে ফেরেন ঠিক ৫০ রানে। ৩৮ বলের ইনিংসটি সাজান ৩টি চার ও ৪টি ছয়েত মারে। সাকিব সুযোগ পেয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৭ রানে একবার জীবন পেয়ে মুস্তাফিজের বলে বোল্ড হয়ে ফেরেন ২৯ রানে। সাকিবকে দিয়ে শুরু, এরপর একই ওভারে শুভাগত হোম (৪) ও শুভকে (৩৩) ফেরান মুস্তাফিজ। পরে তার শিকারে পরিণত হন আবু হায়দার রনি ও তাসকিন আহমেদ।
বিজ্ঞাপন
মোহামেডানের ইনিংস যেভাবে শুরু হয়েছিল, তাতে শুরুতে মনে হয়েছিল দলীয় সংগ্রহ ১৭০ রান ছাড়াবে। তবে শেষদিকে মুস্তাফিজের তোপে নির্ধারিত ওভার শেষে ১৫০ রানে থামে মোহামেডানের ইনিংস। মুস্তাফিজ ৫ উইকেট ছাড়াও বল হাতে ২ উইকেট নেনে প্রাইম ব্যাংকের পেসার শরিফুল ইসলাম।
টিআইএস/এমএইচ