তদন্তে বিসিবি
সাকিবের সঙ্গে ছবি তুলতে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছিলেন দর্শক
বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা আগেও ঘটেছে। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্রিয় ক্রিকেটারের কাছে ছুটে গেছেন সমর্থকরা। তবে এবার নিরাপত্তা যখন জোরদার করা হয়েছে সুরক্ষা বলয় নিশ্চিতে, তখন এমন ঘটনা ছোট করে দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ক্রিকেটের স্বার্থে কঠিন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম।
ঘটনাটি মূলত গত ৪ জুনের। শুক্রবার বিকেল ৪টা নাগাদ মিরপুর স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করতে যান মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। তখন সেখানে মোবাইল হাতে ঢুকে পড়েন এক সমর্থক। সাকিবের সঙ্গে ছবি তুলতে সেখানে যান তিনি। এটি গণমাধ্যমের উঠে এলে দৃষ্টিগোচর হয় সিসিডিএমের।
বিজ্ঞাপন
এর সঙ্গে সংশ্লিষ্ট কেউ জড়িতে আছে কিনা সেটি খতিয়ে দেখবে আয়োজন কর্তৃপক্ষ। কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে উপযুক্ত শান্তি হবে বলে জানানো হয়েছে।
আজ (শনিবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘এই ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে আমরা আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করব।’
বিজ্ঞাপন
সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘আমরা এই ঘটনাটি সম্পর্কে জেনেছি। সিসিডিএম এবং বিসিবি উভয়ই এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। আমাদের দল, খেলোয়াড় এবং কর্মকর্তাদের স্বাস্থ্য এবং সুরক্ষা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্ভাব্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে জন্য যে প্রোটোকলগুলি নিশ্চিত করা যায়, তার জন্য আমরা যথেষ্ট পরিমাণে অর্থ এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
টিআইএস/এমএইচ