বৃষ্টিতে ভেসে গেছে গতকালের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ। ফলে প্লে-অফের দৌড় থেকেও ছিটকে গেছে গত বারের চ্যাম্পিয়নরা। লিগ পর্বে আর মাত্র একটি ম্যাচ বাকি আছে তাদের। এমন সময়েও নতুন এক ক্রিকেটারকে দলে নিয়েছে কলকাতা।

আগামী ২৫ মে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের পর শেষ হয়ে যাবে কেকেআরের এ বারের মৌসুম। আর কোনো খেলা নেই গত আসরের চ্যাম্পিয়নদের। তবু মধ্যপ্রদেশের স্পিনার শিবম শুক্লাকে দলে নিয়েছে কেকেআর।

ব্যক্তিগত কারণে রভম্যান পাওয়েল বিরতির পর আইপিএল খেলতে আসেননি। তার বিকল্প হিসেবে ২৯ বছরের লেগ স্পিনারকে নেওয়া হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন নিয়ম অনুযায়ী, ভারত-পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতির পর যে বিদেশি ক্রিকেটাররা আসছেন না, তাদের বিকল্প ক্রিকেটার নিতে পারবে দলগু্লো। বিকল্প সেই ক্রিকেটারা খেলতে পারবেন শুধু এবারের প্রতিযোগিতার বাকি ম্যাচগুলোতেই। আগামী বছর তারা দলে থাকবেন না।

এই নিয়মের সুযোগেই পাওয়েলের জায়গায় শিবমকে দলে নিল কেকেআর। অর্থাৎ ব্যাটারের বদলে বোলার নেওয়া হয়েছে। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে শিবমকে দলে নেওয়ার খবর জানিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ।

এইচজেএস