মোহামেডান ইনিংসের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ফিফটি করেছিলেন পারভেজ হোসেন ইমন। কিন্তু এরপর শুরু হয় মুস্তাফিজু রহমানের তোপ। তিনি নেন ৫ উইকেট। তাতে মোহামেডান থামে ১৫০ রানে। কিন্তু ওই রান টপকে যেতে পারেনি তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। 

রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে ফেলে প্রাইম ব্যাংক। ৫ বলে ৩ রান করে সাজঘরে ফেরত যান অধিনায়ক এনামুল হক বিজয়। আরেক ওপেনার তামিম ইকবালও ইনিংস খুব একটা বড় করতে পারেননি।

২ চারে ২০ বলে ২০ রান করে সাজঘরে ফেরত যান তিনি। প্রাইম ব্যাংকের পক্ষে সর্বোচ্চ ২৫ রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। ২ ছক্কায় ১৮ বলে এই রান করেন তিনি। শেষ পর্যন্ত ইনিংস শেষ হওয়ার তিন বল আগে ১২৩ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক। মোহামেডানের পক্ষে আবু জায়েদ রাহী ও তাসকিন আহমেদ নেন তিনটি করে উইকেট। এছাড়া দুই উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। 

এর আগে বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ইমনের ফিফটি ও শামসুর রহমান শুভর ৩৩ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোর বোর্ডে ১৫০ রানের সংগ্রহ পায় মোহামেডান। এদিন ২২ রান খরচ করে ৫ উইকেট নেন মুস্তাফিজ। স্বীকৃত টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয়বার পাঁচ উইকেটের স্বাদ পান তিনি।

এমএইচ