গত বছর থেকে নিজের সঙ্গেই লড়াইটা চালিয়ে যেতে হচ্ছে শেখ ইমতিয়াজ শিহাবকে। অনেকে হয়তো নামটাও ভুলতে বসেছে, সে কারণে বলে রাখা ভালো– এই লেগস্পিনার স্কুল ক্রিকেটে চমক দেখিয়ে গত বছর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছিলেন। তবে কিছুতেই তার ভাগ্য সহায় হচ্ছে না। একের পর এক চোট মাঠের বাইরে ছিটকে দিচ্ছে শিহাবকে। 

শুরুতে অবশ্য তিনি চোখের ইনজুরিতে পড়েন, এরপর নতুন করে কাঁধের চোট। সেই চোটের জন্য শিহাবকে ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে। গতকাল চিকিৎসককে দেখিয়েছেন শিহাব, এরপরই জানা যায় তার কাঁধে অপারেশন করাতে হবে। তেমনটাই জানালেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরিও।

তিনি ঢাকা পোস্টকে জানিয়েছেন, ‘তার অপারেশন লাগবে, সেটি কবে নাগাদ হবে এখনই বলা যাচ্ছে না। দেশে নাকি দেশের বাইরে হবে সেটিও এখন পর্যন্ত ঠিক হয়নি।’

এমন ইনজুরির কারণে গেল বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও খেলা হয়নি শেখ ইমতিয়াজ শিহাবের। লেগ স্পিন বল করে স্কুল ক্রিকেট থেকেই তিনি বেশ নজর কেড়েছেন। শুরুতে চোখের ইনজুরিতে পড়েন তিনি। পরে যোগ হয় কাঁধের ইনজুরি। 

এসএইচ