‘ডু অর ডাই’ ম্যাচে দিল্লির ব্যাটারের আউট নিয়ে বিতর্ক, কী হয়েছিল?
গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস—আগেই প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছিল এই তিন দলের। চতুর্থ ও শেষ দল হিসেবে শেষ চারের টিকিট কেটেছে আইপিএল ইতিহাসের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স। ৫৯ রানের বড় ব্যবধানের হারে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়ে গেছে মুস্তাফিজদের দিল্লি ক্যাপিটালসের।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচেই একটি আউট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। রান তারা করতে নেমেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দিল্লি। ১৮১ রান তাড়ায় গুটিয়ে গেছে মোটে ১২১ রানেই। এদিন দিল্লির ইনিংসের পঞ্চম ওভারে অভিষেক পোড়েলের স্টাম্প আউট হওয়া নিয়ে প্রশ্ন উঠছে। বাঁহাতি এই ব্যাটার স্টাম্পড আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল দিল্লির ব্যাটিং।
বিজ্ঞাপন
— Jaywant Yadav (@JayYadav55) May 21, 2025
প্রথম তিন ওভারের মধ্যেই ফ্যাফ ডু প্লেসি এবং কেএল রাহুলকে হারায় দিল্লি। ১৮১ রানের টার্গেটে পৌঁছাতে দিল্লির পোড়েলকে এদিন বড় স্কোর করতে হতো। কিন্তু তিনি আউট হওয়ার সঙ্গে সঙ্গেই কার্যত যবনিকা পড়ে যায় ম্যাচে। উইল জ্যাকসের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন অভিষেক পোড়েল।
জ্যাকের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকের জন্যই ক্রিজের বাইরে এসে শট খেলতে বাধ্য হয়েছিলেন অভিষেক। আর সেই সুযোগেই উইকেটের পেছনে নিখুঁতভাবে নিজের কাজটি সামলে অভিষেককে আউট করেন রায়ান রিকেলটন। এরপরই সেই সিদ্ধান্ত যায় আম্পায়ারের কোর্টে। অনেকের মনে হচ্ছিল ভিডিও রিপ্লে দেখে যে অভিষেকের পায়ের কিছুটা ক্রিজের ভেতরে রয়েছে। সাধারণত এসব ক্ষেত্রে ব্যাটারদেরই বেনিফিট অফ ডাউট দেওয়া হয়ে থাকে, কিন্তু এদিন সেটা দেওয়া হলো মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে।
বিজ্ঞাপন
আউটের পরই সেই ভিডিও ছড়িয়ে পড়ে। অনেকেই আউটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সেই ভিডিও শেয়ার করা শুরু করেছেন। অভিষেক পোড়েলের এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) ট্রেন্ডিংয়ে আছে। সমর্থকরা নানা রকম প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
আরও পড়ুন
যদিও একটি ভিডিওতে দেখা যায়, রিকেলটন যখন বেল উড়িয়ে দিচ্ছিলেন তখন অভিষেকের পা হাওয়ায় ছিলেন। অর্থাৎ উইকেটের পেছনে মাটিতে তার পা ছিল না। আম্পায়ারের তরফে আউটের সিদ্ধান্তের পর অভিষেক পোড়েলকেও অবাক হতে দেখা যায়। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররাও ডাগ আউটে আম্পায়ারের এই সিদ্ধান্তকে নিয়ে আলোচনা শুরু করেন। বোঝাই যাচ্ছিল, তারা কেউই খুব একটা খুশি নন আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে।
এদিন হারের ফলেই আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। প্রথম চারটি ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করলেও মাঝপথে নিজেদের ছন্দ হারিয়ে প্লে অফের টিকিট হাতছাড়া করল তারা।
এফআই