বাংলাদেশের তিন তারকা ক্রিকেটারকে দলে ভেড়ালেও একসঙ্গে তাদের কয়জন লাহোর কালান্দার্সের একাদশে থাকেন সেটাই ছিল দেখার বিষয়। তবে একসঙ্গে সবাই যে খেলবেন না তা–ও অনুমেয়ই ছিল। অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে একাদশ গড়লেও পেসনির্ভর লাহোর তাকে সেভাবে ব্যবহার করেনি। ফলে সাবেক এই বাংলাদেশ অধিনায়ক করেছেন কেবল ১ ওভার। সাকিব ৪ রানে ১ উইকেট নেওয়ার পর লাহোরও বড় জয়ে ফাইনালের আশা টিকিয়ে রেখেছে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই চলছে সংঘাত পরবর্তী পরিস্থিতিতে পিএসএলের বাকি অংশ। যেখানে গতকাল (বৃহস্পতিবার) এলিমিনেটরে করাচি কিংসের মুখোমুখি হয় শাহিন আফ্রিদির লাহোর। অবশ্যই জয়ের ম্যাচে টসে হেরে ফিল্ডিং করতে নামেন সাকিবরা। তাদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯০ রান তোলে করাচি। যা লাহোর ৬ উইকেট এবং ৮ বল হাতে রেখে পেরিয়েছে।

এদিন ৪ পেসারের সঙ্গে লাহোরের একাদশে স্পিন বিভাগে ছিলেন সাকিব ও মোহাম্মদ নাঈম। কিছুটা আঁচ করা যাচ্ছিল শাহিন-রউফদের ভিড়ে হয়তো স্পিনাররা সুযোগ পাবেন না। কিন্তু সেটা যে শাহিন সাকিবের ওপর ফলাবেন তা হয়তো কেউ ভাবেননি। সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার ১ ওভার বল করার সুযোগ পেয়েছেন। ৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। এরপর তাকে আর আনেননি লাহোর অধিনায়ক। স্থানীয় স্পিনার নাঈমকে দিয়ে করিয়েছেন ৩ ওভার, অবশ্য তিনি খারাপ করেননি। ১৫ রানে নেন ১ উইকেট।

বোলিংয়ে নেমে শুরুতে লাহোরের বোলাররা খুব একটা সুবিধা করতে পারেনি। করাচির অধিনায়ক ডেভিড ওয়ার্নার শুরু থেকেই ছিলেন মারমুখী। ফলে শাহিন-সালমান-জামানদের পেসকে থোড়াই কেয়ার করে পাওয়ার প্লের ৬ ওভারেই তোলেন ১ ‍উইকেটে ৭০ রান। সপ্তম ওভারে সাকিবকে বোলিংয়ে আনলে তিনি নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি একটি ব্রেকথ্রু এনে দেন। এরপর মাঝে লাহোরের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ থাকলেও, শেষদিকে রউফ-শাহিনরা দু’হাতে রান বিলিয়েছেন। করাচির পক্ষে অধিনায়ক ওয়ার্নার ৫২ বলে ৮ চার ও ৩ ছয়ে ৭২ রান করেন। রউফ নেন সর্বোচ্চ ৩ উইকেট।

১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার নাঈম দ্রুত ফিরলেও, লাহোরকে ভাবনায় ফেলতে দেননি ফখর জামান ও আব্দুল্লাহ শফিকরা। ফখর ২৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৭ রানে ফেরার পর দলকে টেনে নিয়েছেন শফিক, কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকসে। ৩৫ বলে ৩ চার ৫ ছক্কায় ৬৫ রান করেন আব্দুল্লাহ শফিক। এ ছাড়া দুই শ্রীলঙ্কান পেরেরা ৩০ ও রাজাপাকসে ২৩ রান করলে ৬ উইকেট ও ৮ বল হাতে থাকতেই লাহোরের জয় নিশ্চিত হয়।

সেই ম্যাচের ২৪ ঘণ্টা না পেরোতেই আজ (শুক্রবার) পিএসএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হবে লাহোরকে। যেখানে তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে পরাজিত শাদাব খানের ইসলামাবাদ ইউনাইটেড। ফাইনালে ওঠার লক্ষ্যে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুই দল মুখোমুখি হবে।

এএইচএস