বিরতির পর আবারো শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে এবার আর ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার করতে পারছে না এই ফ্র্যাঞ্চাইজি লিগ। কারণ এই প্রযুক্তি ব্যবহার করার মতো কর্মী পাওয়া যাচ্ছে না। মূলত এ কারণেই বন্ধ হয়ে গেছে ডিআরএস এর ব্যবহার।

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল কিছু দিন বন্ধ ছিল। আবার শুরু হলেও ডিআরএস ব্যবহার করা যাচ্ছে না। ডিআরএস প্রযুক্তি ব্যবহার করার জন্য যে কর্মীরা ছিলেন, তারা পাকিস্তানে ফিরতে চাইছেন না। সেই কারণেই ওই প্রযুক্তি আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

স্থগিত রাখার পর ১৭ মে থেকে শুরু হয়েছে পিএসএল। সেই সময় থেকেই ডিআরএস ব্যবহার করা যাচ্ছে না। ডিআরএস প্রযুক্তির জন্য যে সব কর্মীরা এসেছিলেন, তাদের বেশির ভাগই ভারতীয়। সেই সব কর্মীরা দেশে ফিরে গেছেন। তাদের পক্ষে আর পাকিস্তানে যাওয়া সম্ভব হচ্ছে না।

পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়েছিল লিগের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে। ঘোষণাও করে দিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত আমিরাত ক্রিকেট বোর্ড পিএসএল আয়োজন করতে রাজি হয়নি। যে কারণে শেষ পর্যন্ত পাকিস্তানেই হচ্ছে পিএসএল।

ইতোমধ্যেই পিএসএলের ফাইনালে পৌঁছে গেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। আজ শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালান্দার্স। এই ম্যাচের জয়ী দল ফাইনালে লড়বে কোয়েটার বিপক্ষে।

এইচজেএস