এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। পাঞ্জাব কিংসের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি অধিনায়ক ফাফ ডু প্লেসিস। একাদশে জায়গা ধরে রেখেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।

আজ দিল্লির একাদশে সুযোগ পেয়েছেন সাদিকুল্লাহ অটল। এই ম্যাচ দিয়ে আইপিএলে অভিষেক হচ্ছে এই আফগান ওপেনারের।

এদিন দিল্লির একাদশে বেশ কিছু পরিবর্তন এসেছে। গত ম্যাচে বাজে বোলিং করায় বাদ পড়েছেন দুশমান্থা চামিরা। এ ছাড়া উইকেটরক্ষক অভিষেক পোরেলকেও রাখা হয়নি। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন করুণ নায়ার।

দিল্লি ক্যাপিটালস প্রথম একাদশ: 

ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), সাদিকুল্লাহ অটল, করুন নায়ার, সামির রিজভী, আশুতোষ শর্মা, ট্রিস্টান স্টাবস, বিপ্রজ নিগম, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, মোহিত শর্মা ও মুকেশ কুমার।

এইচজেএস