পাঞ্জাব ও গুজরাটের বিশ্বরেকর্ড, রানবন্যার এমন আইপিএল আগে দেখেনি কেউ
২০২৫ আইপিএল যেন রানবন্যার নতুন এক মাইলফলকই স্থাপন করতে যাচ্ছে। একইসঙ্গে দুই দল বিশ্বরেকর্ড গড়েছে। আবার আইপিএলের বিগত ১৮ বছরের ইতিহাসেও নতুন এক কীর্তি দেখা গিয়েছে এবারে। ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনায় আইপিএল অনেক বিদেশি তারকা হারালেও মাঠের ক্রিকেটে বিনোদন চলছে পুরোদমে।
সবশেষ গতকালের ম্যাচে দেখা গেল দুইটি দুইশ ছাড়ানো ইনিংস। পাঞ্জাব কিংসের দেয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস করেছে ২০৮ রান। এই দুই ইনিংসের সুবাদেই এমন এক ঘটনার সাক্ষী হলো আইপিএল, যা এই টুর্নামেন্টের ইতিহাসে জায়গা করে নিয়েছে।
বিজ্ঞাপন
এক আসরে সবচেয়ে বেশিবার দুইশ রানের নতুন মাইলফলক স্পর্শ করেছে আইপিএলের ২০২৫ আসর। গতকালের দুই ইনিংসসহ এবারের আসরে মোট ৪২ বার দুইশ বা এর বেশি স্কোর দেখা গেল। এক আইপিএলে সবচেয়ে বেশিবার ২০০ রানের ঘটনা এটিই। ২০২৪ আসরে ছিল ৪১ টি দ্বিশতকের ইনিংস। এবার সেই রেকর্ড টপকে গিয়েছে অনেকটা আগেই।
বিজ্ঞাপন
এখন পর্যন্ত আইপিএলে বাকি আছে ৮ ম্যাচ। এর মাঝে কোনো ইনিংসে ২০০ রান হলে এই রেকর্ড আরও অনেকটাই শক্ত হবে।
এবারের ৪২টি দুইশ এর মাঝে সর্বোচ্চ সাত বারের অংশীদার গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস। দুই দলই ৭বার করে দুইশ করেছে। কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টে যেকোন দলের সবচেয়ে বেশিবার দুইশ করার বিশ্বরেকর্ড এটিই। এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে ৭ বার দুইশ রান করেছিল বার্মিংহাম বেয়ার্স।
এক টি-টোয়েন্টি টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার ২০০ রানের ইনিংস
৭ - পাঞ্জাব কিংস, ২০২৫
৭ - গুজরাট টাইটান্স, ২০২৫
৭ - বার্মিংহাম বেয়ার্স, ২০২২
জেএ