বিপিএলে চোটে পড়েন, আরেক বিপিএল দিয়েই মাঠে ফিরতে চান আলিস
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন আলিস আল ইসলাম। পরে জানা যায়, হাঁটুর সেই চোটের জন্য অস্ত্রোপচার করাতে হবে এই স্পিনারকে। এরপর গেল সপ্তাহে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে আলিসের।
আলিসের অস্ত্রোপচার হয়েছে মালেয়েশিয়ার কুয়ালালামপুরে। অপারেশন শেষে এখন ভালো অবস্থানেই রয়েছেন তিনি।
বিজ্ঞাপন
আজ সোমবার দেখিয়েছেন চিকিৎসকও। এদিনই দেশে ফেরার কথা রয়েছে। শুরুতে ৮ থেকে ১০ মাস মাঠের বাইরে থাকার কথা জানা গেলেও আরও আগেই বাইশগজে দেখা যেতে পারে রহস্য এই স্পিনারকে।
ঢাকা পোস্টকে আলিস বলছিলেন, 'এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে ফেরার পর ২১ দিন বিশ্রামরত থাকব। এরপর ১ মাস হলে রিহ্যাভ পরিকল্পনার সঙ্গে যুক্ত হবো। পরে ২ মাস হলে জিম, রানিংয়ে ফিরতে পারব। আল্লাহ চাইলে অক্টোবরের ১০ তারিখ থেকে অনুশীলন করতে পারব। সবকিছু ঠিকমতো হলে আগামী বিপিএল দিয়েই আবার মাঠের ক্রিকেটে ফিরতে পারব।'
বিজ্ঞাপন
এসএইচ/এফআই