বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিং করছে পাকিস্তান। ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

নতুন বলে দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশের বোলাররা। দলের হয়ে বল হাতে ইনিংস ওপেন করেন শেখ মেহেদি। এই স্পিনার তৃতীয় বলেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন। ফিরতি ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক খেয়েছেন এই ওপেনার।

এক প্রান্তে স্পিন দিয়ে শুরু করলেও আরেক প্রান্তে পেস আক্রমণে যান লিটন দাস। তাতেও সাফল্য পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় বলে ফখর জামানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন এই বাঁহাতি পেসার। ৪ বল খেলে ১ রান করেছেন ফখর।

৫ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তুলেছেন মোহাম্মদ হারিস ও সালমান আলি আগা। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪৮ রান। তাতে পাওয়ার প্লেতে ২ উইকেট হারালেও ৫২ রান যোগ করে স্বাগতিকরা।

৭ম ওভারে প্রথমবার আক্রমণে এসে তৃতীয় উইকেট জুটি ভেঙেছেন তানজিম সাকিব। ১৮ বলে ৩১ রান করেছেন হারিস। তানজিদ তামিমের হাতে ক্যাচ দেওয়ার আগে ৪ চার ও এক ছক্কা হাঁকিয়েছেন এই ওপেনার।

এইচজেএস