অভিষেক না হওয়া ৫ ক্রিকেটার নিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা
দলের অভিজ্ঞরা অনেকেই ঝুঁকে পড়ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে। নতুন প্রজন্মকে তাই গড়ে তোলার দিকে মনোযোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের পর জিম্বাবুয়ে সিরিজে সেই সুযোগ পুরোদমেই নিচ্ছেন প্রোটিয়া কোচ শুকুরি কনরাড। অভিষেক না হওয়া ৫ ক্রিকেটার নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে তারা।
আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য নিয়মিত ও অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে শুক্রবার ১৬ জনের দল ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুক্রি কনরাড।
বিজ্ঞাপন
স্কোয়াডে ডাক পাওয়া ৩ জন এর আগে কখনোই জাতীয় দলের অংশ ছিলেন না। টেম্বা বাভুমার নেতৃত্বে ঘোষিত স্কোয়াডে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন প্রিটোরিয়াস, লেসেগো সেনোকোয়ানে ও ফাস্ট বোলার কোডি ইউসুফ। এছাড়া এখনও টেস্ট অভিষেক না হওয়া মিডল-অর্ডার ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিস ও অফ স্পিনার প্রেনেলান সুব্রায়েনও আছেন দলে।
বিজ্ঞাপন
জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ নয়। জিম্বাবুয়ে এর অংশ নয়। আর সে কারণেই জাতীয় দলে তরুণদের পরখ করে সুযোগটা পুরোদমে কাজে লাগাচ্ছেন শুকুরি কনরাড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের ফাইনালের পর নিয়মিত ক্রিকেটারদের মধ্যে এইডেন মার্করাম, রায়ান রিকেল্টন, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বুলাওয়ায়োতে আগামী ২৮ জুন শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। একই মাঠে ৬ জুলাই থেকে হবে দ্বিতীয় ম্যাচ।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, কর্বিন বশ, টনি ডি জর্জি, জুবাইর হামজা, কেশাভ মহারাজ, কিউনা মাফাকা, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, লেসেগো সেনোকোয়ানে, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরেইনা, কোডি ইউসুফ।