সবশেষ বাংলাদেশ ইমার্জিং দল সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে। যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কিউইদের হারিয়েছে টাইগাররা। সিরিজজুড়ে ব্যাট হাতে আলো ছড়ান আকবর আলি। ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ের পর গেল কয়েকবছর ধরে এইচপি দলে রয়েছেন আকবর।

সবশেষ সিরিজেও ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আকবর। সিরিজে ৩ ম্যাচে ব্যাট করে করে আকবর করেন ২১০ রান। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১১০ বলে ১৩১ রান করেন আকবর। এমন পারফর্মম্যান্সের ফলে সিরিজ সেরাও হয়েছিলেন তিনি। 

আকবর অবশ্য বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে একইসঙ্গে আক্ষেপ এবং ভরসার জায়গা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক বলেই কি না, আলাদা উন্মাদনা তাকে ঘিরে। সঙ্গে তার প্রতিভাও নজর কেড়েছে ভক্তদের। বিপরীতে তার ফর্মটা সমসাময়িকদের তুলনায় খানিক পিছিয়ে থাকায় আসা হয়নি জাতীয় দলের আশেপাশে।  

অবশ্য দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে পারফর্মম্যান্সের ফলে সামনে বাংলাদেশ টাইগার্স কিংবা বাংলাদেশ এ দলেও সুযোগ আসতে পারে আকবরের। ঢাকা পোস্টের সঙ্গে সম্প্রতি এ বিষয়টি নিয়ে কথা বলেছেন বিসিবির একজন কর্মকর্তা।

তিনি বলছিলেন, 'আকবরের জন্য এটা ছিল একটা লাইফলাইন। কেননা উপরে আসার জন্য তার সুযোগ ছিল এটা, কারণ আকবরের সঙ্গে বাকিরা যারা ছিল এগিয়ে গেছে সে কেন পারছিল না। আমরাও সন্দিহান ছিল, যে কারণে এইচপিতে থাকলে ভালো জায়গায় ব্যাট করতে পারবে। এ টিমে থাকলে ভালো জায়গায় সুযোগ কম আসবে। শেষ সময়ে এসে ভালো করেছে। উপরের দিকে হয়তো এখন আসতে পারে।'

এসএইচ