টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। গত আসরের চ্যাম্পিয়নরা এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেমে অবশ্য শুরুতে হোঁচট খেয়েছে। ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে প্যাট কামিন্সের অজি শিবির প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ২১২ রানে। এমন বিপর্যস্ত ব্যাটিংয়ের বিপরীতে প্রোটিয়াদের মূল নায়ক কাগিসো রাবাদা। মাত্র দ্বিতীয় বোলার হিসেবে তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফাইফার তুলে নিয়েছেন।

আজ (বুধবার) থেকে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ফাইনাল। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেখান থেকে অজিদের পথ দেখিয়েছেন স্টিভ স্মিথ ও ব্যু ওয়েবস্টার। তবে এই দুজন বাদে আর কেউই সেভাবে বলার মতো রান করতে পারেননি। কার্যত তাদের দাঁড়াতে দেননি রাবাদা–জানসেনরা।

কয়েকদিন আগে নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে নিষেধাজ্ঞা পেয়েছিলেন প্রোটিয়া পেসার রাবাদা। পরে জানা যায়, রাবাদা বিনোদনের জন্য নিষিদ্ধ মাদক নিয়েছেন। সেটি কোনো পারফরম্যান্স এনহ্যান্সিং বা খেলার ক্ষমতা বাড়ানোর ঔষধ ছিল না বলে নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো। ফলে অল্প সময় পরই সেই শাস্তি কমায় তিনি মাঠেও ফেরেন। তার অনুপস্থিতি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শক্তি কমিয়ে দিতো প্রোটিয়াদের। সেটাই যেন বুঝিয়ে দিলেন আজ ৫১ রানে ৫ উইকেট শিকারের মাধ্যমে।

এ নিয়ে এখন পর্যন্ত মাত্র দ্বিতীয় বোলার হিসেবে টেস্টের ফাইনালে ফাইফার নিলেন রাবাদা। এর আগে চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম আসরের ফাইনালে (২০২১) ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। ফলে লাল বলের সর্বোচ্চ প্রতিযোগিতার প্রথম আসরে শিরোপা জেতে তার দল। ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত সেই ফাইনালে জেমিসন ফাইফার নেন মাত্র ৩১ রান খরচায়। এই দুজনের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের এক ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট শিকারের কীর্তি আছে নাথান লায়ন, টিম সাউদি, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামির।

এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ প্রোটিয়াদের সাফল্যের শুরুটাও করেন রাবাদা। ২০ বল খেলেও রানের খাতা খুলতে না পারা ওপেনার উসমান খাজাকে ফেরান প্রথম স্লিপে ক্যাচ বানিয়ে। ১২ রানে খাজার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৬৭ রানেই অজিদের নেই ৪ ব্যাটার। এরপর স্মিথ ও ওয়েবস্টার মিলে গড়েন ৭৭ রানের জুটি। ৬৬ রান করা স্মিথের বিদায়ে সেই জুটি ভাঙে। এরপর ফের বিপর্যয়ের নতুন শুরু। ১১২ বলে ১০ চারে করা ফিফটিতে ইংল্যান্ডের মাটিতে সফরকারী ব্যাটার হিসেবে স্মিথ সর্বোচ্চ সংখ্যক পঞ্চাশোর্ধ রান করার রেকর্ড গড়েছেন।

ওয়েবস্টার ৯২ বলের ইনিংসে ১১ চারে করেছেন ৭২ রান। এর বাইরে ২০ রানের অঙ্ক পেরোতে পেরেছেন কেবল অ্যালেক্স ক্যারি (২৩)। আর কেউই বলার মতো রান না পাওয়ায় অজিদের ফাইনালের শুরুটা হলো অল্প পুঁজিতে। রাবাদার ফাইফার ছাড়া প্রোটিয়াদের পক্ষে ৩ উইকেট শিকার করেছেন মার্কো জানসেন।

এএইচএস