শ্রীলঙ্কা পৌঁছাল বাংলাদেশ দলের প্রথম বহর
আগামী ১৭ জুন থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ। টাইগারদের এই সফর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। লাল বলের এই লড়াইয়ে অংশ নিতে আজ বৃহস্পতিবার (১২ জুন) বাংলাদেশের প্রথম বহরের ১০ ক্রিকেটার দুপুরে দেশ ছাড়েন। বিকেলেই শ্রীলঙ্কায় পৌঁছে গেছেন তারা।
এই বহরে দলের সঙ্গে ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফের সদস্যরাও গিয়েছেন। মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা, স্পিন কোচ মুশতাক আহমেদ ও পেস বোলিং কোচ শন টেইটরা আছেন সেই বহরে। আগামীকাল দুপুরে বাংলাদেশের দ্বিতীয় বহর দেশ ছাড়বে।
বিজ্ঞাপন
First Group of Bangladesh Team Arrives in Sri Lanka | Official Arrival Moments #SriLankaCricket #SLvsBAN
Posted by Sri Lanka Cricket on Thursday, June 12, 2025
দেশ ছাড়ার আগে ঈদুল আজহার ছুটি দ্রুত শেষ করে গত কয়েকদিন অনুশীলন ক্যাম্প করেছে জাতীয় দল। এর আগে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। ইনজুরি কাটিয়ে প্রায় দুই বছর পর দলে ফিরেছেন এবাদত হোসেন। এ ছাড়া যথারীতি অধিনায়ক হিসেবে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১৭ জুন গল টেস্ট দিয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর শুরু হবে। এরপর কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৫ জুন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।
এসএইচ