পাকিস্তানের টি-টোয়েন্টি দলে এখন অনিয়মিত নাম বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের ছাড়াই দলটি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলেছে। এই দুজন যখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্রাত্য হতে চলেছেন, একই সময়ে নাম ওঠে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে। সেখান থেকেই বাবর আজমকে দলে নিয়েছে সিডনি সিক্সার্স। 

সব ঠিক থাকলে এই প্রথমবার সাবেক এই পাক অধিনায়ক বিগ ব্যাশ খেলবেন। যেখানে সিডনিতে রয়েছে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথও। দল পাওয়ার প্রতিক্রিয়ায় বাবরও সেটি উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক ভিডিও বার্তায় বাবর বলেন, ‘সিডনি সিক্সার্সে অন্তর্ভুক্ত হয়ে আমি অনেক উচ্ছ্বসিত। যেখানে আমার পছন্দের ব্যাটার স্টিভ স্মিথ এবং বিশ্বসেরা বোলার জশ হ্যাজলউডের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করতে তর সইছে না।’

অস্ট্রেলিয়ার মাটিতে খেলা সবসময় রোমাঞ্চকর বলেও উল্লেখ করেন ৩০ বছর বয়সী এই তারকা, ‘আমি সবসময়ই অস্ট্রেলিয়ায় খেলতে পছন্দ করি। তবে বিবিএলে অভিষেক হওয়া আরও বিশেষ কিছু। তাই আমি সেখানে খেলার সুযোগ পাওয়ার পাশাপাশি ক্রিকেটভক্তদের সঙ্গে সাক্ষাতের জন্য অনেক রোমাঞ্চিত। বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগে খেলতে পারা অনেক বড় সুযোগ এবং এমন সফল ও মর্যাদাবান ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হতে পেরে আমি গর্বিত।’

বিবিএলের নিয়ম অনুযায়ী– বিগ ব্যাশের আসন্ন ১৫তম আসরের ড্রাফটের আগে একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে নেওয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ১৯ জুন হবে টুর্নামেন্টটির ড্রাফট। এবারের বিগ ব্যাশে পুরো টুর্নামেন্টেই বাবরকে পাওয়া যাবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। 

সিডনি সিক্সার্সের স্কোয়াডে এখন পর্যন্ত বাবর পাচ্ছেন– শন অ্যাবট, জোয়েল ডেভিস, বেন দারউইস, জ্যাক এডওয়ার্ডস, ময়েসেস হেনরিকস, টড মারফি, মিচ পেরি, জশ ফিলিপ্পে, জর্ডন সিল্ক ও স্টিভ স্মিথকে। এদিকে, শাহিন আফ্রিদির সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে বিগ ব্যাশের ড্রাফটে আছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং বিগ ব্যাশে পরিচিত মুখ হারিস রউফ ও শাদাব খান। এই চার পাকিস্তানিই এবার আছেন ড্রাফট তালিকায় সবার শীর্ষে।

নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামে পাকিস্তানের বড় ফাঁকা সময় থাকায়, দেশটির জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ের জন্যই বিগ ব্যাশে অংশ নেয়ার সুযোগ থাকছে। 

এএইচএস