গল টেস্টের দ্বিতীয় দিনে হানা দিয়েছে বৃষ্টি। যে কারণে বেশ কিছুক্ষণ ধরে বন্ধ আছে খেলা। তবে আপাতত ভালো খবর হচ্ছে, বৃষ্টি থেমেছে। আম্পায়াররা মাঠ পরিদর্শন শেষে জানিয়েছেন, বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে আবারো খেলা শুরু হবে।

ঘণ্টা দুয়েক সময় নষ্ট হয়েছে বৃষ্টিতে। ফলে দিনের খেলার দৈর্ঘ্যও কমে এসেছে। আজ সবমিলিয়ে খেলা হবে সর্বোচ্চ ৭২ ওভার। অর্থাৎ দিনের খেলার আর সর্বোচ্চ ৩১.৪ ওভার বাকি আছে।

বৃষ্টি হানা দেওয়ার আগে বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ৩২৩ রান। যেখানে ১৫৯ রান নিয়ে অপরাজিত ছিলেম মুশফিকুর রহিম। অপর অপরাজিত ব্যাটার লিটন দাসের সংগ্রহ ছিল ৬১ রান।

এর আগে দিনের শুরুতেই ফিরে যান নাজমুল হোসেন শান্ত। আগের দিন ১৩৬ রানে অপরাজিত থাকা শান্ত এদিন আর ১২ রন যোগ করে ১৪৮ রানে ফিরে যান। আসিথা ফার্নান্দো সকাল থেকে ভালো সুইং পাচ্ছিলেন। সেই সুইং ব্যবহার করে মিড অনে ক্যাচ বানান শান্তকে। ড্যাডি সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থামতে হয় বাংলাদেশ অধিনায়ককে। 

গলে সিরিজের প্রথম টেস্টে অবশ্য বাংলাদেশের শুরুটা এতটা ভালো ছিল না। গতকাল ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনে ৩ উইকেট হারাতে হয়েছিল সফরকারীদের। স্বাগতিক শ্রীলঙ্কার হয়ে বাংলাদেশের দুশ্চিন্তা বাড়িয়েছিলেন আসিথা ফার্নান্দো এবং থারিন্দু রত্নায়েকে। এক পর্যায়ে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। 

সেখান থেকে টাইগারদের পথ দেখিয়েছে দুটো দারুণ জুটি। প্রথমে মুশফিক-শান্ত মিলে যোগ করেন ২৬৪ রান। এরপর লিটন-মুশফিকের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে আরও ১১৪ রান। এ জুটি এখনো ব্যাটিংয়ে আছে। সবমিলিয়ে গলে একপ্রকার দাপুটে সময় পার করছে বাংলাদেশ। 

এইচজেএস