এক সেঞ্চুরিতে ম্যাক্সওয়েলের একাধিক রেকর্ড
সর্বশেষ আইপিএল আসরে একেবারে যাচ্ছেতাই পারফর্ম করেছিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। পাঞ্জাব কিংসের হয়ে ৭ ম্যাচে মাত্র ৮ গড়ে তিনি ৪৮ রান করেন। এরপর হঠাৎ চোট তাকে সেই লজ্জা থেকে কিছুটা হলেও বিরতি দিয়েছে। ছিটকে পড়েন আসরের বাকি অংশ থেকে। এবার আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) তৃতীয় ম্যাচে পুরো ছন্দে দেখা গেছে ম্যাক্সওয়েলকে। ঝোড়ো সেঞ্চুরিতে গড়েছেন একাধিক রেকর্ড।
আজ (বুধবার) লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের মুখোমুখি হয়ে বড় জয় পেয়েছে ম্যাক্সওয়েল নেতৃত্বাধীন ওয়াশিংটন ফ্রিডম। অজি তারকা সেঞ্চুরিতে আগে ব্যাট করা ওয়াশিংটন ২০ ওভারে ৫ উইকেটে ২০৮ রানের বড় সংগ্রহ গড়ে। সেই লক্ষ্য তাড়ায় মাত্র ৯৫ রানেই গুটিয়ে গিয়ে ১১৩ রানে বড় হার দেখে নাইট রাইডার্স।
বিজ্ঞাপন
দলের বড় জয় নিশ্চিত করার পথে ম্যাক্সওয়েল ৪৯ বলে ১৩ ছক্কা ও ২ চারে ১০৬ রান করেছেন। তিনি ম্যাজিক ফিগার পূর্ণ করেন ৪৮ বলে। এমন ইনিংস খেলার পথে বেশ কয়েকটি রেকর্ড গড়লেন এই ব্যাটিং অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে ৬ষ্ঠ বা তার নিচে ব্যাটিংয়ে নেমে তার হাঁকানো ১৩টি ছক্কা সর্বোচ্চ। অবশ্য যৌথভাবে এই রেকর্ডে আছেন আরও দুজন। ক্যারিবীয় লিগে আন্দ্রে রাসেল এবং সার্বিয়ার বিপক্ষে স্বীকৃত টি-টোয়েন্টিতে স্লোভেনিয়ার এজাজ আলি সেঞ্চুরির পথে সমান ১৩টি ছক্কা মারেন।
— Cognizant Major League Cricket (@MLCricket) June 18, 2025
এ নিয়ে সংক্ষিপ্ত সংস্করণে অষ্টম সেঞ্চুরি পেলেন ম্যাক্সওয়েল। মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি সংখ্যায় তার ওপরে আছেন কেবল চার জন– ক্রিস গেইল (২২), বাবর আজম (১১), বিরাট কোহলি (৯) ও রাইলি রুশো (৯)। ব্যাটিং অর্ডারের ৪ নম্বর বা আরও পরে নেমে ছয়টি সেঞ্চুরি আছে ম্যাক্সওয়েলের। যে বিশ্বরেকর্ডটি কেবল তার দখলেই আছে। এ ছাড়া ওই পজিশনে ৪টি করে টি-টোয়েন্টি সেঞ্চুরি আছে দুজনের– সূর্যকুমার যাদব ও ডেভিড মিলার।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ ছাড়া একাধিক সংবাদমাধ্যম ম্যাক্সওয়েলের নামের পাশে আরেকটি বিশ্বরেকর্ড যুক্ত হওয়ার কথা জানিয়েছে। তাদের মতে– তিনি প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ন্যূনতম ১০,৫০০ রান, ১৭০-এর বেশি উইকেট এবং একাধিক সেঞ্চুরি করেছেন। এর বাইরে ফরম্যাটটিতে কাইরন পোলার্ড এবং শোয়েব মালিকেরও দশ হাজারের বেশি রান এবং ১৫০-র বেশি উইকেট রয়েছে। পোলার্ড ১৩৫৯৯ রানের সঙ্গে একটি সেঞ্চুরি এবং ৩২৬টি উইকেট নিয়েছেন। শোয়েব মালিক ১৩৫৭১ রান এবং ১৮৭টি উইকেট পেয়েছেন একই সংস্করণে। তবে সাবেক এই পাকিস্তানি তারকা কোনো সেঞ্চুরি করতে পারেননি।
এএইচএস