গল টেস্টে আজ বুধবার দিন শেষে টাইগারদের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৪৮৪ রান। ম্যাচে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। তবে দুই দিন সময় ইতোমধ্যেই চলে যাওয়ায় ফলাফল নিয়েও শঙ্কা করছেন অনেকে। তবে ম্যাচের পরিস্থিতি নিয়ে এখনই মন্তব্য করতে চান না লঙ্কান বোলার মিলান রাথনায়েকে।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মিলান বলেছেন, ‘আসলে এটা বলা কঠিন (কে এগিয়ে বা কে পিছিয়ে)। দুই দলই আজকে ভালো খেলেছে। বাংলাদেশ অনেক ভালো ব্যাট করেছে। আমরাও বেশ ভালো বোলিং করেছি।’

নিজের বোলিং নিয়ে মিলান বলেন, ‘রিভার্স সুইং আসলে বেসিক। নতুন বলে সুইংয়ের মতই। (সামনে বোলারদের জন্য) থাকতেও পারে সুযোগ। এটা ভিন্ন উইকেট। আগে যেমন উইকেটে খেলেছি এটা তেমন নয়। এটি ব্যাটিংয়ের জন্য বেশ সহায়ক।’

এদিকে ড্রাইভিং সিটে কারা এমন প্রশ্নের জবাবে টাইগার কোচ সালাউদ্দিন বলেন, ‘এটা আসলে কখনোই বলা যাবে না কারা ড্রাইভিং সিটে। প্রথম দিনে প্রথম সেশন এবং আজকে শেষ সেশনে ভালো করিনি। প্রতিটা সেশনই জিতবে হবে আপনাকে। চেষ্টা থাকবে যেন প্রতি সেশনই কন্ট্রোল করতে পারি। সেশন বাই সেশন জিততে পারলে ভালো জায়গায় থাকব। উইকেট এখনও ব্যাটিং ফ্রেন্ডলি। আমার কাছে মনে হয় উইকেট নিতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। তারা অনেক ভালো বল করেছে।'

এসএইচ/এইচজেএস