৭ বছর পর দলে ফিরে মাঠে নামার আগেই চোট পেলেন করুণ
৭ বছর পর জাতীয় দলে ফিরেছেন করুণ নায়ার। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম টেস্টে ভারতের একাদশে তার জায়গা অনেকটাই নিশ্চিত। তবে ম্যাচ শুরুর আগেই অনুশীলনে চোট পেয়েছেন তিনি। তবে সেই চোট গুরুতর নয় বলে জানা গেছে।
গতকাল বুধবার লিডসে অনুশীলন করছিল ভারতীয় দল। করুণের বিপক্ষে বল করছিলেন প্রসিধ কৃষ্ণা। হঠাৎ প্রসিধের একটি বল নিচু হয়ে যায়। লাইন বুঝতে পারেননি করুণ। বল লাগে তার কুঁচকিতে।
বিজ্ঞাপন
এরপর প্রসিধের আর দু’টি বল খেলার পরই নেট ছেড়ে বেরিয়ে আসেন করুণ। নেটের পাশেই দাঁড়িয়েছিলেন চিকিৎসক। তার কাছে গিয়ে শুশ্রূষা নেন। তবে মুখে হাসি ছিল ভারতীয় এই ক্রিকেটারের। খুব বেশি বড় চোট নয়। প্রথম টেস্টে খেলার মতো অবস্থায় তিনি আছেন।
২০১৬ সালে অভিষেকের পর মাত্র ৬টি টেস্ট খেলেছেন করুণ। প্রথম দু’টি ম্যাচে ব্যর্থ হওয়ার পর তৃতীয় ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করেন দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে। তবে পরের অস্ট্রেলিয়া সিরিজে খারাপ খেলার কারণে বাদ পড়েন। তার পর সাত বছর লেগেছে জাতীয় দলে ফিরতে।
বিজ্ঞাপন
আসন্ন সিরিজের আগে ২০১৮ সালের ইংল্যান্ড সফরের কথা ভুলতে পারছেন না করুণ। বিশেষ করে তখনকার অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীর উপেক্ষা এখনও ঘায়ের মতো হয়ে রয়েছে করুণের জীবনে। সেটিও ছিল ইংল্যান্ড সফর। পাঁচ ম্যাচের সিরিজের পুরোটাই বেঞ্চে বসে কাটাতে হয়েছিল করুণকে।
এইচজেএস