সম্প্রতি ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার ঘটনায় ম্যাচের আগে এক মিনিট নিরবতা পালন করেন শুভমান গিলরা।

গত মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ভারতের দুই সেরা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। আজ থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে রোহিত-কোহলিবিহীন টেস্ট যুগ শুরু করল টিম ইন্ডিয়া। এই সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র (২০২৫-২৭) শুরু হলো ভারত ও ইংল্যান্ডের। 

লিডসের হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে ভারত। এই সিরিজ দিয়ে ভারতের নেতৃত্বের অধ্যায় শুরু হলো শুভমান গিলের। অভিষেক হয়েছে তরুণ সাই সুদর্শনের। সেই সঙ্গে দীর্ঘ বছর ৮ বছর পর ভারতীয় টেস্ট দলে ফিরলেন করুণ নায়ার। টসের সময় গিল জানিয়েছেন, তিনজন জেনুইন পেসারের সঙ্গে সঙ্গে শার্দুল ঠাকুরকে নেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার হিসাবে।

২০১১ সালে কোহলি ও ২০১৩ সালে টেস্টে পথচলা শুরু হয় রোহিতের। দীর্ঘ দিন ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসার প্রতীক হয়েছিলেন তারা। দু’জনে মিলে সাদা পোশাকে ১৯০ টেস্টে খেলেছেন। কোহলি ১২৩ টেস্টে ৯২৩০ রান এবং রোহিত ৬৭ টেস্ট খেলে ৪৩০১ রান করেছেন। এই অর্জন নিয়ে গত মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন কোহলি-রোহিত।

তাদের অবসরের পর প্রথমবারের মত টেস্ট খেলতে নামল ভারত। রোহিত ও কোহলির উত্তরসূরি হিসেবে শুভমান গিলকে বেছে নিয়েছে ভারত। সর্বশেষ টেস্টে ভারতের অধিনায়ক ছিলেন রোহিত। তার অবসরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতকে প্রথমবারের মত টেস্টে নেতৃত্ব দিচ্ছেন গিল। আর কোহলির অবসরে চার নম্বর পজিশনে ব্যাট করবেন গিল। তিনে নামবেন অভিষিক্ত সাই সুদর্শন। 

ভারতের একাদশ

যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

এফআই