‘গোপন প্রেমিকার’ সঙ্গে কোহলির পুরোনো ছবি ভাইরাল, কে এই ইসাবেলা?
বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মাকে নিয়ে সুখের সংসার বিরাট কোহলির। ২০১৭ সালের ডিসেম্বরে ভারতের দুই ভুবনের দুই তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর এখন সর্বত্রই প্রশংসিত তারা। যেখানে বলিউড পাড়া থেকে ক্রিকেটাঙ্গন সবক্ষেত্রেই একের পর এক তারকার সম্পর্ক বিচ্ছেদের খবর পাওয়া যায়, সেখানে বিরাট-আনুষ্কার সম্পর্ক নিয়ে কোনো নেতিবাচক খবর নেই।
বরং তাদের সম্পর্ক বিয়ের এত বছর পরেও বেশ মজবুত। তাদের সুখের সংসারে আছে দুই সন্তান। ভামিকা ও আকায়। ক্রিকেটের বাইরে পুরো সময়টাই পরিবারের জন্য বরাদ্দ রাখেন কোহলি।
বিজ্ঞাপন
কিন্তু একটা সময়ে বিরাট কোহলিকে নিয়ে কম জল্পনা ছড়ায়নি। গুঞ্জন ছিল ব্রাজিলীয় বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী ইসাবেলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়েও। ইসাবেলা শেষ পর্যন্ত গণমাধ্যমের কাছে স্বীকারও করেছিলেন, ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে দুই বছর ধরে ‘ডেটিং’ করেছেন তিনি।
বিজ্ঞাপন
সাবেক প্রেমিকার সঙ্গে বিরাটের পুরনো ছবি আচমকাই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে নেটিজেনদের চর্চায় উঠে এসেছেন বিরাটের সেই প্রাক্তন, যিনি কি না বলিউডের হারিয়ে যাওয়া এক অভিনেত্রী।
মডেলিং দিয়ে বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলিয়ান মডেল-অভিনেত্রী ইসাবেলা লেইতে। ল্যাকমের মতো বিখ্যাত ব্র্যান্ডের বিজ্ঞাপনে তাকে দেখা গিয়েছে। কাজ করেছেন মিউজিক ভিডিওতেও। আমির খানের ছবি দিয়ে বলিউডে পা রাখেন ইসাবেলা। ২০১২ সালে তালাশ ছবিতে আমির খান-কারিনা কাপুরদের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। সেই সময়েই বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে বিরাটের সঙ্গে দেখা ইসাবেলার।
প্রায় বছর দুয়েক চুটিয়ে প্রেম করেন ইসাবেলা-বিরাট। তারপর দু’জনের পথ আলাদা হয়ে যায়। যদিও এই সম্পর্ক নিয়ে বিরাটের মুখে কিছু শোনা যায়নি। ২০১৪ সালে একটি সাক্ষাৎকারে ইসাবেলা বলেন, “ভারতে আসার পর আমার প্রথম বন্ধু ছিল বিরাট। অনেকটা সময় আমরা ডেট করেছি, প্রায় ২ বছর। তবে সেটা আমরা প্রকাশ্যে আনতে চাইনি।” বিরাটের পর সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও নাম জড়িয়েছিল ইসাবেলার। তবে সিদ্ধার্থকে নিছক বন্ধু বলেই মনে করেন তিনি।
২০২০ পর্যন্ত বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ইসাবেলা। তবে আপাতত বিনোদন দুনিয়া থেকে তিনি বহুদূরে। দোহায় থাকেন তিনি। দুই মেয়েকে নিয়ে সংসার তার। মাঝে মাঝে সেই জীবনের ঝলক তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যেই আচমকা ভাইরাল হলো বিরাটের সঙ্গে তার সাময়িক প্রেমপর্বের ছবি।
এফআই