ভারত বধের নায়ক ডাকেটের ব্যাট ছুটছে তিন ফরম্যাটেই
হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বেশকিছু নতুন রেকর্ড গড়েছিল ভারত। কিন্তু তাদের এমন ইতিহাসগড়া ম্যাচেও রেকর্ড হার দেখতে হয়েছে। চতুর্থ ইনিংসে তাদের দেওয়া ৩৭১ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে জিতেছে ইংলিশরা। ম্যাচটিতে স্বাগতিকদের জয়ের নায়ক বেন ডাকেট, যিনি দুই ইনিংসে করেছেন যথাক্রমে ৬২ ও ১৪৯ রান। সাম্প্রতিক সময়ে এই ইংলিশ ওপেনার তিন ফরম্যাটেই রানের ফোয়ারা ছোটাচ্ছেন।
যদিও ‘ফ্যাবারিট ফোরের’ আলোচনায় আসে না ডাকেটের নাম। এখনও সেভাবে দানবীয় আকারেও হাজির হননি বিশ্বক্রিকেটে, এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম বড় মঞ্চ আইপিএলেও তার অভিষেক হয়নি। তবে পারফরম্যান্স কথা বলছে ডাকেটের পক্ষে। চলতি বছরের এখন পর্যন্ত তিনি তিন ফরম্যাটে ২০ ইনিংসে ব্যাট করে ১০৩৯ রান করেছেন। যেখানে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৬টি ফিফটির ইনিংস।
বিজ্ঞাপন
ভারতের বিপক্ষে গতকাল শেষ হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড দ্রুত উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ওলি পোপের সঙ্গে ১২২ রানের জুটি গড়েন ডাকেট। এরপর ফেরেন ৯৪ বলে ৬২ রান করে। ইংলিশদের জন্য চতুর্থ ইনিংসে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হওয়ারই প্রয়োজন ছিল। এবার সতীর্থ ওপেনার জ্যাক ক্রাউলিকে সঙ্গে নিয়ে ১৮৮ রানের রেকর্ডগড়া সূচনা এনে দেন ডাকেট। যার মাধ্যমে ভেঙেছে ৪৮ বছরের পুরোনো এক রেকর্ড। চতুর্থ ইনিংসে ডাকেট-ক্রাউলি জুটিতে আসা রেকর্ড রানই তাদের জয়ের পথ তৈরি করে দেয়।
— Wisden (@WisdenCricket) June 25, 2025
চলতি বছর তিন ফরম্যাটেই ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন ৩০ বছর বয়সী ওপেনার ডাকেট। এখন পর্যন্ত ৯ ওয়ানডেতে রান করেছেন ৫২.৮৮ গড়ে, রয়েছে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি। এ ছাড়া ৮ টি-টোয়েন্টিতে ২ ফিফটির সঙ্গে রান তুলেছেন ১৬৮.২৫ স্ট্রাইকরেটে। টেস্টে ব্যাটিং করেছেন ৩ ইনিংসে, এর মধ্যে দুটিতেই সেঞ্চুরি ও বাকি এক ইনিংসে করেন ফিফটি। সাদা পোশাকে এই বছর তার ব্যাটিং গড় ১১৭।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অবশ্য হঠাৎ করেই ব্যাট হাতে রানের ঝড় তুলছেন না ডাকেট। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই ইংলিশ ওপেনার তিন ফরম্যাটে এখন পর্যন্ত ৭৯টি ম্যাচ খেলেছেন। যেখানে ৩৪ টেস্টে ৪৩.৬৮ গড়ে (৬ সেঞ্চুরি ও ১৪ হাফসেঞ্চুরি) ২৬২১ রান, ২৫ ওয়ানডেতে ৪৯ গড়ে (৩ সেঞ্চুরি ও ৮ হাফসেঞ্চুরি) ১১৭৬ রান এবং ২০ টি-টোয়েন্টিতে ২৯.২৭ গড় ও প্রায় ১৫৪ স্ট্রাইকরেটে ৫২৭ রান করেছেন ডাকেট।
এএইচএস