শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে তারা দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে। প্রথম দিনে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত–এনামুল হক বিজয়রা। বাকিরা ক্রিজে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। 

তবে প্রথম দিনের হতাশা মেনে নিয়েই সামনে আগাতে চান টাইগার ওপেনার সাদমান ইসলাম। এমনকি প্রথম ইনিংসে ২৭০-৮০ রান তোলা বাংলাদেশের লক্ষ্য বলেও তিনি জানিয়েছেন। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাদমান বলেন, ‘উইকেট একটু স্লো ছিল, এটা সত্যি কথা। আশা করি ২৭০-২৮০ রান ভালো স্কোর হবে।’

কলম্বো টেস্টে বৃষ্টির কারণে মাঝে খেলায় ব্যাঘাত ঘটেছে। এটি ব্যাটারদের মনোযোগেও বিঘ্ন ঘটিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সাদমান বলেন, ‘অবশ্যই, ক্রিকেট খেলায় ব্রেক আসলে ব্যাটারের জন্য আবার নতুন করে সেট হতে হয়। হতে পারে সেটাও একটা কারণ।’

সতীর্থদের নিয়মিত বিরতিতে আসা-যাওয়ার কারণে চাপে পড়ার প্রসঙ্গে এই ওপেনার বলেন, ‘এমন কোনো চাপ না, কিছু শট হয়তোবা আজকে ভুল হয়ে গেছে। শটস তো ক্রিকেটের পার্ট। এটা না খেললে তো স্কোর আসবে না, বড় রানও হবে না। এমন (পার্টনার আউট হওয়ায় চাপ) কোনো কিছু কখনও ফিল করিনি। ওপেনার হিসেবে এটা হতেই পারে। নতুন বলে সবচেয়ে কঠিন কাজ ব্যাটিং করা। (আউট হয়ে যাওয়াটাও) খেলার অংশ।’

প্রসঙ্গত, চলমান টেস্টে এখনও ব্যক্তিগত ফিফটির দেখা পায়নি বাংলাদেশের কেউ। সাদমান আউট হয়েছেন কাছাকাছি (৪৬) গিয়ে। এ ছাড়া মুশফিকুর রহিম ৩৫, লিটন দাস ৩৪ এবং মেহেদী হাসান মিরাজ করেন ৩১ রান। শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো ও সোনাল দিনুশা।

এসএইচ/এএইচএস