শুধুই ক্রিকেটারদের দোষ দেবেন না, অবকাঠামোতেও সমস্যা আছে : তাইজুল
বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্ণ হয়েছে গতকাল। তবে ২৫ বছরে বলার মতো তেমন কিছুই করতে পারেনি টাইগাররা। বিশেষ করে ২৫ বছরে ২৫টি টেস্ট ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ দল। তবে সামগ্রিক বিষয় নিয়ে শুধুই ক্রিকেটারদের দোষ দিতে নারাজ তাইজুল ইসলাম।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে লড়ছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে বাজে অবস্থায় রয়েছে দল। এমনকি শঙ্কা জেগেছে ইনিংস ব্যবধানে হারের। দিন শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেছেন আগের থেকে উন্নতির কথা।
বিজ্ঞাপন
তাইজুল বলছিলেন, ‘যখন থেকে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে ৯-১০ বা এমন ছিলাম। এ বছর আমরা ৭ নম্বরে এসেছি। ২৫ বছরের চিন্তা করতে গেলে আপনারাও জানেন আমাদের ক্রিকেটের অবকাঠামো কোন দিকে ছিল বা কোন দিকে যাচ্ছে। শুধু প্লেয়ারদের যে দোষ দিবেন এটা আমি মানতে নারাজ।'
'আসলে একটা দল যখন খারাপ করে অনেক কিছুই সেখানে ইনভলভ থাকে। আমাদের প্লেয়াররা অনেক চেষ্টা করছে। তবে আমাদের অবকাঠামোগুলো যদি আরও ভালো হয় তাহলে হয়ত আমরা আরও ভালো নাম্বারে আসব।'
বিজ্ঞাপন
প্রথম ইনিংসে ৫ উইকেট তুলেছেন তাইজুল। টেস্টে ক্রিকেটে পিছিয়ে কোথায় সেটা নিয়ে তিনি বলেন, ‘২৫ বছরে চিন্তা করলে বিগত দিনে যে লিজেন্ড প্লেয়ারগুলো ছিল তারা অনেক কিছু দিয়েছে দলকে। পরবর্তীতে আমরা হয়ত সেই জায়গায় এখনও নিয়ে আসতে পারিনি। ৫-৬ এর দিকে আসা উচিত ছিল হয়ত, সেটা আমরা এখনও পারিনি। এই জায়গাতে আমরা একটু হয়তোবা পিছিয়ে আছি।’
এসএইচ/এইচজেএস