অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে ১৫৯ রানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এমন হারের পর আম্পায়ারদের উপর ক্ষোভ ঝারলেন ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজ। একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কথা তুলে ধরে আম্পায়ারদের পারফরম্যান্সকে ‘হৃদয় ভেঙে দেওয়া’ এবং ‘হতাশাজনক’ বলে বর্ণনা করেছেন তিনি। তার প্রশ্ন, আম্পায়ারদের ভুল হলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না?

ওয়েস্ট ইন্ডিজের ক্ষোভের কেন্দ্রে টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। তার অন্তত ৬টি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। চেজের ব্যাটিংয়ের সময় দু’বার ফিফটি ফিফটি পরিস্থিতি তৈরি হয়েছিল। একবার বেঁচে গেলেও দ্বিতীয়বার আউট দেওয়া হয়। তবে প্রথম ইনিংসে শাই হোপের আউটকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে তুলেন আম্পায়ার। অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ক্যাচ নিলেও রিপ্লেতে দেখা গেছে বল তার ব্যাটে লাগেনি।

চেজ বলেন, 'ম্যাচ অফিসিয়ালদের নিয়ে বললে: হ্যাঁ, এটা হতাশাজনক, কারণ খেলোয়াড় হিসেবে যখন আমরা ভুল করি, যখন আমরা সীমা ছাড়িয়ে যাই, তখন আমাদের কঠোর শাস্তি দেওয়া হয়। কখনও কখনও নিষিদ্ধও করা হয়। আর্থিক জরিমানা বা অন্য কিছুও হতে পারে। কিন্তু ম্যাচ অফিসিয়ালদের? তাদের কখনও কিছুই হয় না।’

‘তাদের কেবল একটি ভুল সিদ্ধান্ত বা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হয়েই রয়ে যায় এবং সবকিছু চলতে থাকে। ছেলেদের ক্যারিয়ারের কথা বললে, একটি খারাপ সিদ্ধান্ত একজনের ক্যারিয়ার গড়তে বা ভেঙে দিতে পারে। তাই আমি মনে করি, সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত। কারও বিপক্ষে খারাপ সিদ্ধান্ত গেলে, কিছু শাস্তির ব্যবস্থা করা উচিত।’

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আম্পায়ারিং নিয়ে কামিন্স বলেন, ‘আমাদের যদি মনে হয়, (আউটের) সম্ভাবনা আছে, তাহলে আমরা আবেদন করি, ডিআরএস ব্যবহার করি এবং বাকিটা আম্পায়ারদের ওপর ছেড়ে দেই।’

এইচজেএস